২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:২৮/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৫:২৮ পূর্বাহ্ণ

রায়পুর জনকল্যাণ সংস্হার ভাষা দিবস পালন

     

ভাষাই আমাদের পরিচয়। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা । মাতৃভাষাকে মহান আল্লাহও ভালবাসেন । এই ভাষাকে ধ্বংস করে দিয়ে পাকিস্তানীরা আমাদের অস্তিত্ব বিনাশ করতে চেয়েছিল। ৩নং রায়পুর ইউনিয়ন জনকল্যাণ ভাষা দিবসে আলোচনা সভায় বক্তরা এসব কথা বলেন।

আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহ্য সামাজিক সংগঠন ৩নং রায়পুর ইউনিয়ন জনকল্যাণ ভাষা দিবস পালন করেছে।সকাল ১১টায় ভাব গম্ভীর পরিবেশে বিনম্র শ্রদ্ধায় স্হানীয় শহীদ মিনারে ফুল দিয়ে সম্মান জানানো হয়। সংগঠনের সভাপতি এস এম জামাল উদ্দিন ও এম. আলী হোসেন -এর নেতৃত্বে এই ফুল প্রদান করা হয়। ফুল প্রদানের পর শুর হয় আলোচনা সভা।

আলোচনায় অংশ নেন মাষ্টার আহমদ ছফা, ছালে জহুর, ফরিদুল কবীর, হাফেজ আবুল হাশেম (কাশেম) আবদুর রহমান, আবদুল জব্বার তালুকদার, আলমগীর আজাদ,  আবদুচ ছালেক মেম্বার, জাহাঙ্গীর আলম, আবু ছাদেক চৌধুরী খোকন, আবদুল মান্নান, হাফেজ ইউনুচ, কামরুল ইসলাম ও মোঃ ইসমাইল বাদশা।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply