২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:৪৭/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৫:৪৭ পূর্বাহ্ণ

নুর নাহার বেগম এর ইন্তেকাল

     

 

হাটহাজারী গুমনমর্দ্দনস্থ ইব্রাহীম চৌধুরী বাড়ির কাঁটা খালিকুল হযরত মীর মুহাম্মদ মহিউদ্দিন হারুণ শাহ বি.এ মাইজভাণ্ডারী কেবলা কাবার বড় বোন আলহাজ্ব ফজদৌলা চৌধুরীর স্ত্রী মরহুম মীর হোসেনের বড় মেয়ে আলহাজ্ব নুর নাহার বেগম (৭৫) গত ২০ ফেব্রুয়ারি নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্তেকাল করেন (ইন্না………….. রাজেউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল ২১ ফেব্র“য়ারি হযরত মইজউদ্দিন শাহ মাজার প্রাঙ্গনে নামাজের জানানা বাদে আসর অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে সদারত করেন মাওলানা মুজিবুল হক। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন হারুন ভাণ্ডার উরশ পরিচালনা পরিষদ, হারুন ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব মীর কামাল উদ্দিন, হারুন ভাণ্ডার যুব পরিষদের কর্মকর্তাবৃন্দ, আদর্শ বিদ্যা নিকেতনের কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজদৌলা চৌধুরী, আলহাজ্ব খোরশেদ আলম, মাস্টার জাফর আহমদ, গুমনমর্দ্দন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, মেম্বার মোক্তার হোসেন, আবু মোহাম্মদ ফোরকান, হাফেজ ছালামত উল্লাহ, মইজউদ্দিন (র.) ফাউণ্ডেশনের সভাপতি মাইনুদ্দিন হাসান খসরু, মহাসচিব অধ্যাপক দেলোয়ার, নাঙ্গঁলমোড়া জামে উলম মাদ্রাসার প্রভাসক এবং গুল মোহাম্মদ জামে মসজিদের খতিব মাওলানা মুজিবুল হক, মোহাম্মদ বদরুদ্দোজা, মোহাম্মদ মোজাম্মেল, মোহাম্মদ মোজাফ্ফ, মো. আশরাফুল, মো. মোকাম্মেল, ধলই শাহী আস্তানা-এ-হারুন ভান্ডারের সভাপতি মোঃ ইউছুপ মিয়া চৌধুরী, সহ-সভাপতি মো. নুরুজ্জামান তালুকদার, সাধারণ সম্পাদক মো. শফিউল আলম (বাশি), উদয়ন ভাণ্ডার শরীফ, মাইজভাণ্ডরী গাউসিয়া সূর্যগিরি আশ্রম শাখা, পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠ পৃথক পৃথক শোক প্রকাশ করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply