২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:৩১/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৬:৩১ পূর্বাহ্ণ

পাঁচলাইশ উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন

     

 

২১ ফেব্রুয়ারি ২০১৮ পাঁচলাইশ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন ও মহান ২১ শে ফেব্রুয়ারি ২০১৮ জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোতালেব খাঁন ও শিক্ষক মোঃ হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলাইশ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি ও পাঁচলাইশ থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সম্মানিত অভিভাবক সদস্য মোঃ আবুল কাশেম, রওশন আক্তার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু হরি প্রসাদ দত্ত, সিনিয়র শিক্ষক মফিজুল ইসলাম, মোঃ শাহজাহান, অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আবদুল্লাহ আল মামুন, মোঃ হেলাল গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। প্রধান অতিথি মহোদয় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন মহান ২১ ফেব্র“য়ারি একদিকে যেমন আনন্দের অন্যদিকে বেদনারও বটে। ছেলে হারা শত মায়ের অশ্র“জড়ায় ফেব্র“য়ারি আমি কি ভুলিতে পারি। ৩নং ওয়ার্ড এর ৩০ বছর পর আজ প্রথম শহীদ মিনার উদ্বোধন করা হল। এই ওয়ার্ডের স্কুল মাদ্রাসা কোথাও কোন শহীদ মিনার নাই। তাই আমি ব্যক্তিগত উদ্যোগে সম্পূর্ন ব্যয় নিয়ে এই শহীদ মিনার বিদ্যালয় প্রাঙ্গনে স্থাপিত করলাম। আমি আহবান জানাব আপনার যারা অন্যান্য বিদ্যালয় ও মাদ্রাসায় পরিচালনা পরিষদে আছেন তারা একটু এগিয়ে আসুন শহীদদের প্রতি শ্রদ্ধার নিমিত্তে আপনারাও আপনাদের নিজ নিজ প্রতিষ্টানে শহীদ মিনার গড়ে তুলুন। এছাড়া ১৯৯৯ সালে ইউনেসকো আমাদের মাতৃভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে এটা আমাদের অত্যন্ত গৌরবের বিষয়। সবশেষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রধান অতিথি মহোদয় ওনার বক্তব্য শেষ করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply