২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৩:০৯/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ

মাধবপুরে মাদ্রাসার ৬ নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির চেষ্টা॥ আহত ১

     

এ.কে কাওসার, হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইনের পিয়াইম গ্রামে মুখোশধারী সংঘবদ্ধ ১০/১৫ সদস্যের একটি  ডাকাতদল মাদ্রাসা ও পাশের একটি মাছ চাষের খামারে প্রবেশ করে (৬)জন নৈশপ্রহরীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে, হাত-পায়ে রশি দিয়ে বেধে রেখে তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। ডাকাতদের অস্ত্রের প্রহারে ঘটনাস্থলে মাদ্রাসার পাহারাদার দ্বীন ইসলাম নামে এক ব্যাক্তি  গুরুতর আহত হয়েছেন। পরে তার সুর চিৎকারে গ্রামবাসীরা এগিয়ে আসলে ডাকাতদলেরা পালিয়ে যায়।

সাথে সাথে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন ও ভর্তি করে  দেন। হাসপাতালে চিকিৎসাধীন থাকা দ্বীন ইসলামের শারিরীক অবস্থার অবনতি ঘটলে রাতেই কর্তব্যরত  চিকিৎসকরা তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত সুত্র জানায়, রবিবার (১৯ মার্চ)  দিবাগত রাতে উপজেলার ছাতিয়াইনের পিয়াইম মুসলেহ্ উদ্দিন হাফিজীয়া মাদ্রাসায় অন্যান্য দিনের ন্যায় পাহারা দিয়ে আসছিলেন পিয়াইম গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে দ্বীন ইসলাম (৪৫)।

পাহারা চলাকালীন অবস্থায় রাত  আড়াইটায় হঠাৎ মুখোশধারী সংঘবদ্ধ অস্ত্রধারী একদল ডাকাত ডাকাতি করতে  মাদ্রাসার গেটের  ভেতরে প্রবেশ করে তাকে বেধে রাখার চেষ্টা চালায়। এ অবস্থায় দ্বীন ইসলাম ডাকাতদলের এক সদস্যকে অটক করতে গেলে তারা তাকে ধারালো অস্ত্রদিয়ে  এলোপাতাড়ি আঘাত করে। এতে সে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়েন।

এদিকে মাদ্রসার পাশে অবস্থিত একটি মাছ চাষের খামারে রাতে একই সময় ডাকাতরা  পাহারারত থাকা ঠাকুর চান (৫৫), বাবুল মিয়া (৩৫) সহ মোট ৬জন পাহারাদারকে অস্ত্রের মুখে জিম্মি করে বেধে রাখে। পরে গ্রামের লোকজন বিষয়টি আঁচ করতে পারলে তাদেরকে উদ্ধার করতে এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ডাকাতদের হামলায় শিকার হওয়া মাদ্রাসা কোন ধরনের ক্ষয়ক্ষতির সন্ধান এখনও পাওয়া যায়নি।

এঘটনায় উপজেলার ছাতিয়াইন ফাঁড়ি পুলিশের ইনচার্জ মোঃ জিয়া জানান, রাতে দুটি স্থানে অস্ত্রের মুখে জিম্মি করে প্রহরীদের উপর হামলাকারী সংঘবদ্ধ  ডাকাতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে নৈশপ্রহরীদের উপর  ডাকাতদের হামলায় ঘটনায় গ্রামবাসীরা ডাকাত অাতংঙ্খে ভোগছেন।

শেয়ার করুনঃ

Leave a Reply