১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:১৫/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ

সিরিয়ায় হামলায় ২০ শিশুসহ নিহত ৭৭

     

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত গোলযোগপূর্ণ পূর্ব ঘোতা এলাকায় দেশটির সরকারি বাহিনীর বিমান ও রকেট হামলায় অন্তত ৭৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২০ জন শিশু রয়েছে। সিরিয়ায় নিযুক্ত মানবাধিকার সংস্থার পর্যবেক্ষকরা সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবিসি বলছে, সোমবার ঘোতা একালায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় সেনাবাহিনী। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। আকাশ থেকে হামলার পর এবার সেনাবাহিনীর পক্ষ থেকে স্থলপথে হামলা চালানো হবে বলে ধারণা করা হচ্ছে।
বিদ্রোহী নিয়ন্ত্রিত এই এলাকায় বিভিন্ন সময়ে চালানো হামলার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ এলাকাটিতে বোমা হামলা চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। স্থানীয় জাতিসংঘ কর্মকর্তারা বলছেন, সেখানকার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রনের বাইরে।
পূর্ব ঘোতা এলাকায় প্রায় চার লাখ মানুষ বসবাস করে। ২০১৩ সাল থেকেই এসব মানুষ অনেকটা অবরুদ্ধ হয়ে সেখানে অবস্থান করছেন। খবর বিবিসি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply