২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:৩১/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৯:৩১ অপরাহ্ণ

জেটি কাস্টমে দায়িত্বরর সহঃ কমিশনারের অসৌজন্যমূলক আচরনের প্রতিবাদে চট্টগ্রাম সিএনএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের যৌথ সভা অনুষ্ঠিত

     

চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের যৌথ জরুরী সভা নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেটি কাস্টমে দায়িত্বরত সহকারী কমিশনারের সরকারগণের সাথে চরম অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে গত ১৮ মার্চ চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়ন (সিবিএ) কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা মন্ডলীর সমন্বয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়ন (সিবিএ)’র সভাপতি কাজী মোঃ খায়রুল বাশার মিল্টনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় যৌথ জরুরী সভায় বক্তারা বলেন, গত ১৫/০১/২০১৭ইং তারিখ চট্টগ্রাম বন্দরের জেটি কাস্টমে এসি আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদ যথাযথভাবে পণ্য পরিক্ষণ করতে না আসার কারণে ১৬/০১/২০১৭ইং তারিখে তিনি কর্মরত জেটি সরকারদের সাথে অসৌজন্যমূলক আচরণের কারণে উদ্বুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। কাস্টামস্ কর্তৃপক্ষ তাৎক্ষনিক ঐ কর্মকর্তাকে আদেশ করে একাডেমীতে বদলী করে দেন। প্রকৃত পক্ষে ঘটনাটিকে ভিন্নখাতে প্রভাবিত করার অপ্রয়াসে লিপ্তহয়ে তদন্ত কমিটির নামে একটি কমিটি করে একতরফা তদন্ত প্রতিবেদনের মাধ্যমে চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানো নোটিশ প্রদান করেন এবং অত্র সংগঠনের শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক মঞ্জুরুল আলম ভূইয়া নিপুকে কোন কারণ দর্শানো নোটিশ প্রদান করেন না করে কাস্টামস্ সরকার তাহার লাইসেন্স সাময়িক স্থগিত ঘোষণা করে এবং তাকে তার সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকার আদেশ দেন। এরই প্রতিবাদে গত ১লা মার্চ থেকে কাস্টমস্ কর্তৃপক্ষকে ভিন্ন পত্র মারফত বিষয়টি সুরাহা করার জন্য অনুরোধ জানানো হয় ও কমিশনার কাস্টামস্ কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কয়েকদফায় বৈঠকে মিলিত হওয়ার পরও বিষয়টির কোন সুরাহা না হওয়ায় চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়ন এর তীব্র প্রতিবাদ জানান। জরুরী সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান রানা, সহ-সভাপতি মোঃ সেলিম রেজা, যুগ্ম-সম্পাদক মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, সিনিয়র সহ-সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ-সম্পাদক মোঃ আবুল কাশেম, অর্থ সম্পাদক মোঃ কামরুজ্জামান, শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক মোঃ মঞ্জুরুল আলম ভূঁইয়া নিপু, যুগ্ম-সদস্য কল্যাণ সম্পাদক মোঃ ফরহাদ আলী, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক রাজিব কুমার দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ করিমুল মাওলা আলাউদ্দীন, কাস্টামস্ বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহীম, যুগ্ম-কাস্টমস্ বিষয়ক সম্পাদক বাবু প্রলয় কুমার বড়ুয়া, উপদেষ্টা মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন প্রিয় রঞ্জন পাল, মোঃ আব্দুর রব, মোঃ জালাল উদ্দীন, মোঃ আরশেদ আলী, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মুজিবুর রহমান হেলাল প্রমুখ। সভায় সকলের সম্মতিক্রমে চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়ন কর্মচারীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বোপরি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কর্মবিরতি, মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ বাস্তবায়নের জন্য বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এরই ধারাবাহিকতায় সিএন্ডএফ মালিক সমিতির কর্মসূচিগুলোর সাথে একাত্বতা ঘোষণা করে আগামী ১৯ই মার্চ উভয় সংগঠন যৌথ সভা করে পরবর্তী কর্মসূচি প্রণনয়ের মাধ্যমে তা বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply