২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ১১:০৬/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১১:০৬ পূর্বাহ্ণ

নারীর ক্ষমতায়ন প্রকল্পের উঠান বৈঠক

     

 

কে.এম.রিয়াজুল ইসলাম

আমতলীতে ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে “নারীর ক্ষমতায়ন প্রকল্পের’’ সাংসারিক কাজে পুরুষদের অংশ গ্রহন বাড়ানোর জন্য উঠান বৈঠকের আয়োজন করেন।
১৭ ফেব্রুয়ারী বিকেল ৩ টায় উপজেলার লোদা স: প্রা: বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারীর ক্ষমতায়ন প্রকল্পের অন্তভূক্ত লোদা গ্রামের স্থানীয় উপদেষ্টা কমিটির(ল্যাক) নারী ও পুরুষ সদস্যবৃন্দ, উইনরক ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রতিনিধি, ঢাকা আহছানিয়া মিশনের কর্মকর্তাবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন (ল্যাক) কমিটির উপদেষ্টা সভাপতি মোঃ মোকবুল হোসেন। সভাপতি বক্তব্যে বলেন, নারী ও পুরুষদেও সাংসারিক কাজে নারীদেও সহযোগীতা করার এবং নারীদের বিশ্রাম নেয়ার অধিকার আছে তা সকলকে সুযোগ দানের পরামর্শ দেন। “ফিড দ্যা ফিউচার বাংলাদেশ উইমেন‘স এমপাওয়ারমেন্ট এক্টিভিটি প্রকল্পের” পক্ষে বক্তব্য রাখেন উইনরক ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধি জেন্ডার এন্ড স্পেশালিষ্ট নুজুলী বেগম, ঢাকা আহছানিয়া মিশনের নারীর ক্ষমতায়ন প্রকল্পের কমিউনিটি ফিল্ড কো-অডিনেটর জনাব মোশারেফ হোসেন।

শেয়ার করুনঃ

Leave a Reply