২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১১:১৫/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ১১:১৫ অপরাহ্ণ

খালেদা জিয়ার নি:শর্ত  মুক্তির দাবীতে গণ-স্বাক্ষর 

     

বরগুনা প্রতিনিধি

এনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ভুয়া ও রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত মামলায় সাজা প্রদানের প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে সারাদেশের মত বরগুনার তালতলি উপজেলায় বিএনপির গন স্বাক্ষর কর্মসূচী পালিত হয়।উপজেলার ৭টি ইউনিয়নে এক সাথে এই কর্মসূচী  পালিত হয়।
তালতলি উপজেলা কর্মসূচী পরিচালনা করেন ছাত্রনেতা আরিফ রাজা।
তিনি জানান,ম্যাডাম খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চলবে।গন স্বাক্ষর কর্মসূচি তে সাধারণ জনগনের অংশগ্রহণ প্রমান করে, বেগম জিয়া কে সাধারণ মানুষ  কতটা ভালোবাসেন।এছারাও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনলাইনে শুরু হয়েছে গণস্বাক্ষর কর্মসূচি। খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে শুধু তালতলী নয় সারা দেশব্যাপী চলবে এ কর্মসূচি।তিনি আরও জানান,জিয়ার  আদর্শে লালিত গনতত্রে বিশ্বাসী প্রকৃত প্রেমী জারা তারা নিজ স্থানে বসে অনলাইনে http://www.bnpbangladesh.com/free-khaleda-zia/এই লিংকে গিয়ে স্বাক্ষর করা যাবে। বিএনপির ‘অফিসিয়াল’ ওয়েবসাইটbnpBangladesh.com এ ‘খালেদা জিয়াকে মুক্ত কর’ নামে নতুন সেকশন যোগ করা হয়েছে। সেখানে ‘আমি খালেদা জিয়ার মুক্তি চাই’ এবং#freeKhaledaZia #freeBKZ #PeacefulProtestBD এই তিনটি হ্যাশট্যাগ ও খালেদা জিয়ার একটি ছবি দিয়ে ব্যানার ইমেজ দেওয়া আছে। এরপর নাম ও ঠিকানা ব্যবহার করে স্বাক্ষর করার ব্যবস্থা রয়েছে। স্বাক্ষরের পর লেখা দেখাচ্ছে ‘আমি অনতিবিলম্বে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই।’ তিনি আরো  বলেন, ‘দলের অফিশিয়াল ওয়েবসাইটে (bnpbangladesh.com) “খালেদা জিয়াকে মুক্ত কর” নামে নতুন সেকশন তৈরি করা হয়েছে। তিনি জানান, সেকশনে ‘আমি খালেদা জিয়ার মুক্তি চাই’ এবং#freeKhaledaZia, #freeBKZ, #PeacefulProtestBD – এই তিনটি হ্যাশট্যাগ ও বেগম জিয়ার একটি ছবি দিয়ে ব্যানার ইমেজ দেওয়া আছে। এরপর নাম ও ঠিকানা ব্যবহার করে স্বাক্ষর করার ব্যবস্থা রয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Reply