২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ১২:১৫/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১২:১৫ অপরাহ্ণ

জি-মেইলে পরিবর্তন আনছে গুগল

     

জি-মেইল পরিষেবায় বড় রদবদল আনতে চলেছে গুগল। ঢেলে সাজার উদ্যোগ নেওয়া হচ্ছে জি-মেইলেকে। শিগগিরই এই পরিবর্তন দেখতে পাবেন এর ব্যবহারকারীরা। গুগল জানিয়েছে, আগের থেকে ভাল পরিষেবা দেওয়ার জন্য কি উদ্দেশ্যেই করা হচ্ছে এই পদক্ষেপ। একই সঙ্গে নিজেদের এএমপি প্রোজেক্ট অর্থাৎ ‘অ্যাকসিলারেটেড মোবাইল পেজেস’ প্রযুক্তিকে জি-মেইলের সঙ্গে যুক্ত করারও পরিকল্পনা করছে গুগল। আর এই সব কিছুই গ্রাহকদের আধুনিক এবং মোবাইল–বান্ধব ই–মেল পরিষেবা দেওয়ার লক্ষ্যে।

প্রথমত, এএমপি প্রযুক্তি গুগল চালু করেছিল ২০১৫–তে। মোবাইল ফোনে কোনও ওয়েব পেজের এএমপি ভার্সান অনেক বেশি তাড়াতাড়ি খুলে যায়। আর এটি যথেষ্ট মোবাইল–বান্ধবও বটে। এবার জিমেইলের সঙ্গে এটি যুক্ত হলে ই–মেল পরিষেবাও আগের থেকে উন্নত হয়ে উঠবে। দ্বিতীয়ত, এর ফলে ই–মেলের একই উইন্ডোতে গ্রাহকরা আগের থেকে আরও অনেক বেশি ‘অপশন’ পাবেন। এর জন্য আলাদা কোনও পেজ খুলতে হবে না।

শেয়ার করুনঃ

Leave a Reply