২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৪:৪৮/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ

গাজীপুরে বঙ্গবন্ধু কৃষি বিশ^বিদ্যালয়ের শিক্ষকদের ভিসি বিরোধী আন্দোলন

     

মুহাম্মদ আতিকুর রহমান 
আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ এনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যালয়ের (বশেমুরকৃবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) মাহবুবর রহমানকে পুনঃ নিয়োগ না দেয়ার দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ হয়েছে।

১৯ মার্চ রবিবার সকালে গাজীপুরের সালনাস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ক্যাম্পাসের সামনে প্রতিষ্ঠানের প্রগতিশীল শিক্ষকরা এসব কর্মসূচি পালন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাবেক ভাইস চ্যান্সেলর আব্দুল মান্নান আকন্দ, প্রফেসর এম কামরুজ্জামান ও ডঃ মোঃ আরিফুর রহমান খান প্রমুখ।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, ভিসি মাহবুবর রহমান তার চার বছর ভিসি থাকা কালে নিজের স্বেচ্ছাচারিতার মাধ্যমে শিক্ষক নিয়োগসহ বিভিন্ন নিয়োগ দিয়েছেন। এছাড়া গবেষণায় অর্থ বরাদ্দ না দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের নামে বিপুল অর্থ লুপাট করেছেন। নিজের পছন্দের লোক নিয়োগ দিয়ে তিনি প্রগতিশীল এবং মেধাবী প্রার্থীদের উপেক্ষা করেছেন। এ অবস্থায় তাকে যাতে ভিসি হিসেবে পুনঃ নিয়োগ না দেয়া হয় সেজন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন তারা।

শেয়ার করুনঃ

Leave a Reply