২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:৫৬/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৬:৫৬ পূর্বাহ্ণ

রাম নবমী উদযাপন পরিষদ বাংলাদেশ এর কমিটি গঠন

     

 

আজ ১৮ মার্চ রাম নবমী উদযাপন পরিষদ বাংলাদেশ এর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম তিথি উদযাপন উপলক্ষ্যে এই কমিটি গঠিত হয়। ইতিপূর্বে গত বছরের ৪ নভেম্বর চট্টগ্রামের জেমসেন হলে আয়োজিত রাম কথা পরীক্ষা ও হিন্দু সম্মেলনে বিকাশ চৌধুরীকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়। পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষ্যে চট্টগ্রাম কোর্ট বিল্ডীং এর বিপরীতে এ.সি.দত্ত লেইনে অবস্থিত শ্রী শ্রী সাধু তারাচরণ আশ্রমে গতকাল বিকাল ৫টায় এক সভা আহ্বান করা হয়। এতে সভাপতিত্ব করেন সাধু তারাচরণ আশ্রমের সভাপতি রতন চন্দ্র ভৌমিক। সভায় বিশিষ্ট ব্যবসায়ী বিকাশ চৌধুরকে সভাপতি এবং বিপ্লব দে কে সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, বাপ্পা বিশ্বাস, টিটু দাশ, রাসেল দাশ ও শ্রীকান্ত দাশ কে সহ প্রমুখ করে ২০১ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলার সহসভাপতি ডাঃ মিলন শর্মা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক রিপম দাশ শেখর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলার সাংগঠণিক সম্পাদক রিপন দাশ, চট্টগ্রাম মহানগরের সাংগঠণিক সম্পাদক দেবব্রত নাথ জুয়েল। নব নিযুক্ত সভাপতি বলেন ভগবান শ্রীরাম পৃথিবীতে অধর্ম নাশ করে ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। রাম নবমী হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। বাংলাদেশে বৃহৎ পরিসরে রাম নবমী উপলক্ষ্যে রামোৎসব পালন করা অত্যাবশ্যক। তিনি আগামী এপ্রিল মাসের ৫ তারিখ সকাল ১০ টায় রাম পূজা এবং বিকাল ৩ টায় মহাশোভাযাত্রায় অংশ নেয়ার জন্য সকলকে আহ্বান জানান এবং সকলের আশির্বাদ ও সহযোগীতা কামনা করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply