২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ১০:৪৬/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১০:৪৬ পূর্বাহ্ণ

মৌলভীবাজার রিকশা শ্রমিক ইউনিয়নের সভা

     

 

আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জেলা সম্মেলনকে সামনে রেখে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ-২৪৫৩-এর ০৯ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় এক বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। শহরের কোর্টরোডস্থ কার্যারয়ে জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে অনুষ্টিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ রেজিঃ নং বাঃজাঃফেঃ-০৫ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল। রিকশা শ্রমিকনেতা মোঃ জসিমউদ্দিনের পরিচালনায় অনুষ্টিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, রিকশা শ্রমিক ইউনিয়নের কালেঙ্গা আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ শাহজাহান আলী, কোদালীপুল আঞ্চলিক কমিটির আহবায়ক মোঃ জসিমউদ্দিন আহমেদ, বড়হাট আঞ্চলিক কমিটির আহবায়ক মোঃ চন্দন মিয়া, যুগীডর আঞ্চলিক শাখার নেতা মোঃ দুলাল মিয়া, গোবিন্দশ্রী আঞ্চলিক শাখার নেতা উছমান মিয়া, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ কিসমত মিয়া, মোঃ গিয়াসউদ্দিন, ইদ্রিস মিয়া, মালু মিয়া, খোকন মিয়া, হোটেল শ্রমিকনেতা তারেশ বিশ্বাস সুমন প্রমূখ। সভায় আগামী ১৬ ফেব্রুয়ারি সম্মেলন সম্মেলন সফল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। ১৩ ফেব্রুয়ারি কালেঙ্গায় সম্মেলনের প্রচার মিছিল সফল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য আগামী ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ২ টার সময় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সম্মেলন অনুষ্টিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক শ্রমিকনেতা প্রকাশ দত্ত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক জয়দীপ দাস চম্পু ও মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক।

সভা থেকে চাল, ডাল, তেল, লবন, চিনি, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, দফায় দফায় গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি গণবিরোধী পরিকল্পনা বাতিল এবং বছর বছর অযৌক্তিভাবে বাড়ি ভাড়া বৃদ্ধি বন্ধ, বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণভাবে ন্যায্য ভাড়ার তালিকা প্রদান, শহরের সুবিধাজনক স্থানে স্থায়ী স্ট্যান্ড স্থাপন, রিকশা শ্রমিকদের উপর জুলুম অত্যাচার বন্ধ, স্বল্পমূল্যে রেশনিং চালু, শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত স্থাপন করার দাবি জানানো হয়।

শেয়ার করুনঃ

Leave a Reply