২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১২:৪৩/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১২:৪৩ পূর্বাহ্ণ

ডিজিটাল উদ্ভাবনী মেলা সুনামগঞ্জে সংবাদ সম্মেলন

     

                         

 

আল-হেলাল,সুনামগঞ্জ থেকে 

ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮ উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সংবাদ সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোঃ

মোঃ সাবিরুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মোঃ সফিউল আলম ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় এনডিসি মোঃ শাকিল আহমেদসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়,প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও জেলা প্রশাসন এর উদ্যোগে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের পৃষ্ঠপোষকতায় ১০ থেকে ১২ ফেব্রুয়ারি সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮ এর আয়োজন করা হয়েছে। মেলায় ইতিমধ্যে ৫টি প্যাভিলিয়নে বিভক্ত হয়ে মোট ৪২টি স্টল অংশগ্রহন করেছে। পৃথক প্যাভিলিয়নে ই-সেবাসমূহ,ডিজিটাল সেন্টার,পোস্ট ই-সেন্টার,ফিনান্সিয়াল ইনক্লুশন,ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহ,জেলা ব্রান্ডিং,দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান,রুরাল ই কমার্স,শিক্ষা,তরুণ উদ্ভাবক প্রদর্শনী ও প্রতিযোগীতা ছাড়াও জেলার মেধাবী শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীদের জন্য আলাদা কর্ণারের ব্যবস্থা রাখা হয়েছে। মেলার ১টি স্টলে প্রধানমন্ত্রী কর্তৃক অর্জিত পূরস্কারসমুূহ প্রদর্শন করা হবে। প্রতিটি স্টলে স্ব স্ব  সরকারী বেসরকারী প্রতিষ্ঠাণ কর্তৃক প্রদেয় সেবাসমূহ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে। তথ্য ও প্রযুক্তি নির্ভর সেবাসমূহ জনগণের দোড়গোড়ায় পৌছে দেবার একটি অন্যতম প্লাটফরম ডিজিটাল উদ্ভাবনী মেলা। মেলায় তরুণ ইদ্ভাবক প্যাভিলিয়নে জেলার তরুণ উদ্ভাবকদের উদ্ভাবনী আইডিয়াসমুহ প্রদর্শন করা হবে। প্রতিযোগীতায় অংশ গ্রহনকারীদের মধ্যে হতে বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় ৪০টি পূরস্কার। এবারের ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রথমবারের মতো শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে জানার জন্য মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর গল্প বিষয়ক কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।  মালটিমিডিয়া ক্লাসরুমে ব্যবহারে উদ্বুদ্ধ ও ক্লাসরুমে ডিজিটাল কনটেন্ট ব্যবহারের লক্ষ্যে শিক্ষকদের জন্য ডিজিটাল কনটেন্ট তৈরী প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। ১০ ফেব্রয়ারী শনিবার সকাল ১০টায়  ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় হতে সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর পর্যন্ত উদ্বোধনী র‌্যালীতে সুনামগঞ্জের সকল শ্রেণীপেশার সচেতন নাগরিকদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহনের জন্য জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                

শেয়ার করুনঃ

Leave a Reply