১৮ এপ্রিল ২০২৪ / ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:১৫/ বৃহস্পতিবার
এপ্রিল ১৮, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ

ভ্রাম্যমান আদালদের অভিযানে মাদামবিবির হাটে  রশিদ বেকারি কে জরিমনা  

     

 

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাট এলাকায় ১৪ই মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১১টা  হতে দুপুর সাড়ে ১২টা  পর্যন্ত  ভ্রাম্যমান আদালতের  অভিযানে  রশিদ বেকারি তে নিম্ন মানের দ্রব্য বিএসটি আই অনুমোদনবিহীন পণ্য উৎপাদনের জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিভিন্ন ভাবে জরিমান সীল গালা করেন অভিযানকালে বেকারির মালিক আব্দুর রশিদ কে বিস্কিটের প্যাকেট দেখিয়া জিজ্ঞাসা করা পরে প্যাকেটের গায়ে লিখিত উপাদান না পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন২০০৯ এর ধারা ৩৭ এবং ধারা ৪৫ লংঘনের দায়ে ২০০০০ টাকা জরিমানা করা হয়  

এসময় বেকারীর বিভিন্ন উপদানে নকল ভেজাল দ্রব্যর সম্পৃক্ততার রশিদ বেকারীর  মালিককে বিএসটি আই এর লাইসেন্স গ্রহন এবং কারখানা পরিস্কার করে প্রতিশ্রুত উপাদান নিশ্চিত না করা পর্যন্ত কারখানা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়  চট্রগ্রাম জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট,জেলা পুলিশ এবং সীতাকুন্ড থানা পুলিশ ব্যাটলিয়ন পুলিশ অভিযান কালে উপস্থিত ছিলেন বলে সীতাকুন্ড প্রতিনিধি জানান

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে যে,রশিদ বেকারির পণ্যতে বিশুদ্ধ পানির পরবর্তে পুকুরের পানি,গুডাদুধের বদলেকনডেন্সড মিলক,খাটিঁ ঘি এর বদলে পুরোনা ডালডা ঘি দিয়ে,বাটার ওয়েল এর স্থলে চিনি আরক ডালডা দিয়ে বিস্কুট তৈরি করার কথা মালিক আব্দুর রশিদ উপস্থিত ভাবে স্বীকার করেন এবং দ্রুত লাইসেন্স নিবেন বলে জানান

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply