১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:১৭/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৭:১৭ অপরাহ্ণ

পর্যটন মোটেল সৈকতে ব্রিটিশ কাউন্সিলের কানেকটিং ক্লাসরুমের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করেছেন

     

 

পর্যটন মোটেল সৈকতে ব্রিটিশ কাউন্সিলের কানেকটিং ক্লাসরুমের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করেছেন চট্টগ্রাম জেলা ও মহানগরীর ৩১ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান ও সহ শিক্ষকেরা। নগরীর পর্যটন মোটেল সৈকতে ব্রিটিশ কাউন্সিলের কানেকটিং ক্লাসরুমের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার ৩য় ধাপ সম্পন্ন হয়েছে  ১৩ মার্চ। বেসরকারি সাহায্য সংস্থা টিএমএসএস এর সহযোগিতায় এতে চট্টগ্রাম জেলা ও মহানগরীর ৩১ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দের মধ্যে ছিলেন আলী আহমদ, নুর মোহাম্মদ তালুকদার, মোহাম্মদ জয়নাল আবেদীন, স্বপ্না রানি বড়–য়া, শিমুল কান্তি মহাজন, কাজী আব্বাস আলী, মোহাম্মদ সরওয়ার আলম, শাহাদাত হোসেন, মোহাম্মদ নাছির উদ্দিন, বোরহান উদ্দিন, মো. রিদোয়ান শাহ, স্বপ্না শীল, শিলু চক্রবর্তী, মো. জসিম উদ্দিন, মো. আবুল কাসেম, জাহাঙ্গীর হোসেন, নেলী রানি দে, লিলি আকতার, জেসমিন আরা বেগম, সাফিয়ান জান্নাত, কাকলী ঘোষ, মেঘনাদ চৌধুরী প্রমুখ। এতে বিশ্বের ১১০ দেশের শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ড ও ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্তিতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ব্রিটিশ কাউন্সিলের অ্যামবেসেডর হাফেজ মো. মহিউল হক। সকল প্রশিক্ষণার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply