২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ১২:৩৭/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১২:৩৭ অপরাহ্ণ

চীনা রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাতে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম উন্নয়নে এগিয়ে চলায় চীন আমাদের অকৃত্রিম বন্ধু

     

 

বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী রাষ্ট্র চায়নার এদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মি. ম্যা মিংজিয়্যাং এর সাথে চট্টগ্রাম উন্নযন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালামের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় গতকাল রবিবার বিকালে উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার পর উভয় পক্ষের মধ্যে উন্নযন সম্ভাবনা, ব্যাবসা, বাণিজ্যের প্রসারে উভয় দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের উপর ব্যাপক আলোচনা হয়। চট্টগ্রাম উন্নযন কর্তৃপক্ষের চেয়ারম্যান চট্টগ্রামের উন্নয়নে গৃহিত মহাপরিকল্পনা তুলে ধরে তা বাস্তবায়নে চায়না সরকারের সর্ব্বোচ্চ সহযোগিতা কামনা করেন এবং চট্টগ্রামে চাইনিজ বিনিয়োগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। চট্টগ্রামে নতুন উপ শহর গঠন তথা আবাসন ক্ষেত্রে বিনিয়োগে অপার সম্ভাবনার কথা তুলে ধরে এতে চাইনিজ কোম্পানীর বিনিয়োগ প্রত্যাশা করেন। তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় চীন অত্যতম অংশীদার। বাংলাদেশ এগিয়ে চলায় চীন আমাদের অকৃত্রিম বন্ধুও।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, চায়না রাষ্ট্রদূতের ব্যক্তিগত সহকারী ঝাংজিয়ান, থার্ড সেক্রেটারী লি ইয়াং, সিডিএ সাবেক বোর্ড সদস্য মফিজুর রহমান, সচিব তাহেরা ফেরদৌস বেগম, প্রধান প্রকৌশলী মো. জসীম উদ্দিন, তত্বাবধায়ক প্রকৌশলী কাজী হাসান বিন শামস, প্রধান নগর পরিকল্পনাকারী শাহিনুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশরী এ.এ.এম হাবিবুর রহমান, মনজুর হাসান, অমল গুহ, মো. নাজেরসহ চউকের পরিকল্পনা, প্রশাসন, প্রকৌশল ও আইনি শাখার উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

Leave a Reply