১৮ এপ্রিল ২০২৪ / ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:০২/ বৃহস্পতিবার
এপ্রিল ১৮, ২০২৪ ৯:০২ অপরাহ্ণ

বঙ্গবন্ধু শিশু উৎসব উদযাপন পরিষদের চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ১৭ মার্চ

     

 

আগামী ১৭ মার্চ, ২০১৭ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু উৎসব। জাতীয় শিশু উৎসব উপলক্ষে দ্বিতীয়বারের মত চট্টগ্রামে দিনব্যাপী বঙ্গবন্ধু শিশু উৎসব আগামী ১৭ মার্চ সকাল ১০টা থেকে সারাদিনব্যাপী নগরীর জে.এম.সেন হলে অনুষ্ঠিত হবে। আয়োজিত দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে চিত্রাংকন প্রতিযোগিতা, দেশের গান প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর গান প্রতিযোগিতা, লোকনৃত্য প্রতিযোগিতা, আঞ্চলিক গান প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, আলোচনা সভা, র‌্যাফেল ড্র, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, পুর¯তির সাবেক সভাপতি ও খ্যাতিমান সাবেক ছাত্রনেতা রেজাউল হক মোস্তাক। আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিষয় ও বিভাগসমূহ হচ্ছে চিত্রাংকন প্রতিযোগিতায় ক বিভাগ- শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী- ইচ্ছেমত আঁকা, খ বিভাগ- তৃতীয় শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী- প্রকৃতি ও বাংলাদেশ, গ বিভাগ- সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী- বঙ্গবন্ধু ও বাংলাদেশ। প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক ছাত্রছাত্রীদের ও অভিভাবকদের নিকটস্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয় অথবা ০১৮১৮-১৫৭৬৪৮ নাম্বারে যোগাযোগ করে আবেদন ফরম সংগ্রহ করার অনুরোধ জানানো হয়েছে।

উক্ত প্রতিযোগিতা ও উৎসব ব্যবস্থাপনা উপলক্ষে এক প্রস্তুতি সভা উৎসবের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইসহাক মিঞা এর সভাপতিত্বে গতকাল ১১ মার্চ বিকাল ৫টায় নগরীর আন্দরকিল্লাস্থ জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উৎসবের মহাসচিব ডা. শেখ শফিউল আজম, কার্যকরী মহাসচিব মোঃ জসিম উদ্দিন চৌধুরী, সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা এস.এম. লিয়াকত হোসেন, প্রকৌশলী সঞ্চয় কুমার দাশ, প্রধান সমন্বয়কারী স.ম. জিয়াউর রহমান, কাজী সাইফুল ইসলাম, প্রকৌশলী টি.কে. সিকদার, মোস্তাফিজুর রহমান মানিক, সুভাষ চৌধুরী টাংকু, সুমন চৌধুরী, সেলিনা আক্তার, রাবেয়া বেগম, ফরিদা আক্তার, নুর নাহার বেগম, আনোয়ারা বেগম, সাবের আহমদ প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply