২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ১২:৪৮/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১২:৪৮ অপরাহ্ণ

নেতার! জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

     

 

বখতিয়ার ঈবনে জীবন

নীলফামারীর ডোমারে আদালতের আদেশ অমান্য করে আওয়ামীলীগ নেতা জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভূক্তভোগী পরিবার। ৩০শে জানুয়ারী আজ সোমবার দুপুরে ডোমার প্রেসক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর এলাকার ৬নং ওয়ার্ড বাসিন্দা আওরঙ্গজেব বাবু।
লিখিত বক্তব্য থেকে জানাযায়, চিকনমাটি ধনীপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ওয়ারিশ আওরঙ্গজেব বাবু গং তার পৈর্তৃক সূত্রে চিকনমাটি মৌজার ২২নং জেএল এর ১১৪৫,১১৪৭,৯২৩,১৭৪০ খতিয়ানে মোট ১৩টি দাগে ৩৭.৭১ শতক ও ২৩ নং জেএল এ ৩৫৮ খাতিয়ানে ৪৭৪.৪৭৫ দাগে ১.২৪ শতক মোট ৩৮.৯৫ শতক জমি দীর্ঘদিন থেকে ভোগদখলী করে আসছেন। উক্ত জমিতে একই এলাকার প্রতিপক্ষ মৃত আব্দুল হকের পুত্র ডোমার পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু তার দলবল নিয়ে গত ২৩ জানুয়ারী দখলের চেষ্টা চালায়। এ কারনে আওরঙ্গজেব বাবু বিজ্ঞ আদালতে পি১৭/১৮নং মামলা আনয়ন করে। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে নালিশি জমিতে ১৪৪/১৪৫ ধারা জারি করেন। আদালতের আদেশকে অমান্য করে ময়নুল হক মনু ২৫ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে নালিশি জমিতে দলবল নিয়ে ফের জবর দখলের চেষ্টা করে এবং জমিতে রোপিত সরিষার ক্ষেত বিনষ্ট করে। এ সময় তাদের বাধা দিলে সে আমাদের প্রান নাশের হুমকি দেয় বলে আওরঙ্গজেব বাবু জানান। পরে নিরুপায় হয়ে তারা ডোমার থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বক্তব্যে তিনি আরো বলেন, ইতিপূবে ময়নুল হক দলীয় প্রভাব খাটিয়ে ডোমার চৌরঙ্গী মোড়ে প্রধান মন্ত্রীর ছবি টাঙ্গীয়ে জেলা পরিষদের জমি দখল করে। তার আগে বাংলাদেশ জুট কর্পোরেশনের একটি জমি দখল করলেও পরে তা ছেড়ে দিতে বাধ্য হয়। তার অপকর্মের বিষয়ে গণমাধ্যমে তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন। এ বিষয়ে ময়নুল হকের কাছে জানতে চাইলে প্রতিবেদককে জানান বৈধ্য ওয়ারিশের নিকট থেকে ২৪ শে জানুয়ারী ২২৬ নং দলিল মুলে আমার পরিবারের নামে ক্রয় করেছি। আমার নামে জমি দখলের মিথ্যা অভিযোগ করছে। লিখিত বক্তব্য পাঠ কালে সেখানে তার ছোট ভাই বেলাল হোসেন ও তার ফুপাত ভাই আব্দুল মালেক মুকুল সওদাগড় উপস্থিত ছিল। বিষয়টি আশু সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভুক্তগী আওরঙ্গজেব বাবুর পরিবার।

শেয়ার করুনঃ

Leave a Reply