২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৩:৫৬/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৩:৫৬ অপরাহ্ণ

ফৌজদারহাটে অবিলম্বে ফুটওভারব্রীজ নির্মাণ করার দাবিতে ফ্রেন্ডস ওয়ারিয়র্সের মানববন্ধন অনুষ্ঠিত

     

সীতাকুণ্ড ফৌজদারহাট জনবহুল ও শিল্প এলাকায় ফুট ওভারব্রিজ হওয়া বাঞ্ছনীয়। বহুবার আন্দোলনের পর এখনো উপজেলা পরিষদ ও প্রশাসন পক্ষ থেকে কোন উদ্যোগ নেওয়া হয়নি। অবিলম্বে এই ফুট ওভারব্রিজ নির্মাণ না হলে এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান ফ্রেন্ডস ওয়ারিয়র্সের নেতৃবৃন্দ। ১১ ই মার্চ সকাল ১০ টায় ফৌজদারহাট ফুট ওভারব্রিজ নির্মাণ করার দাবিতে ফৌজদারহাট বাসী ও ফ্রেন্ডস ওয়ারিয়র্সের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের পরিচালক মুনতাসির মাহমুদের সভাপতিত্বে ও কামরুল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উপজেলার সভাপতি মুহাম্মদ মোজাম্মেল হোসেন। বক্তারা বলেন, ফৌজদারহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও সাধারণ জনগণ রাস্তা পারাপার করতে কষ্ট হয়ে যায়। বিভিন্ন সময়ে রাস্তা পারাপার হতে দুর্ঘটনায় কবলে পড়েছে। এই দুর্ঘটনা এড়াতে ফুট ওভারব্রিজ অথবা আণ্ডারপাসের প্রয়োজন। কোনটি এখনো স্থাপিত হয়নি। ফৌজাদারহাটবাসীকে শুধু মিথ্যা প্রতিশ্রুতি না দিয়ে সফলতায় আর বাস্তবায়নের পথ দেখিয়ে এই ওভারব্রিজের নির্মাণ করার দাবি জানিয়েছে। অবিলম্বে এই ওভারব্রিজ নির্মাণ করা না হলে তীব্র আন্দোলন গড়ে তোলবে ফৌজদারহাটবাসী। এতে আরো উপস্থিত ছিলেন, ইকবাল হায়দার,রায়হান নেওয়াজ, তানভীর হোসেন,মুনতাসির মাহমুদ, মিঠু,নয়ন,পাপ্পু, তৈয়ব, রায়হান তারিকুল ও সর্বস্তরের সাধারণ জনগণ।
শেয়ার করুনঃ

Leave a Reply