২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:৫৬/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৫:৫৬ পূর্বাহ্ণ

শ্রমিকনেতা আব্দুল আজিজ -এর শোকসভা ১১ ফেব্রুয়ারি

     

 

আগামী ১১ ফেব্রুয়ারি বিকাল ৩ টার সময় মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫-এর সহ-সভাপতি প্রয়াত শ্রমিকনেতা আব্দুল আজিজ প্রধানের শোকসভা শহরের কোর্টরোডস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়েছে। তিনি হোটেল শ্রমিক ইউনিয়নের পাশাপাশি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ রেজিঃ নং বাঃজাঃফেঃ-০৫ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির দপ্তর সম্পাদক ছিলেন।

প্রয়াত আব্দুল আজিজ প্রধানের আকস্মিক অকাল মৃত্যুতে ২৮ জানুয়ারি সন্ধ্যায় জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা। শহরের কোর্টরোডস্থ কার্যালয়ে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, কোষাধ্যক্ষ তারেশ বিশ্বাস সুমন, সদর উপজেলা কমিটির সভাপতি মোঃ ইউসূফ মিয়া, সহ-সভাপতি মোঃ আব্দুস ছালাম, হোটেল শ্রমিকনেতা মোঃ শফিক মিয়া, মোঃ সেলিম মিয়া, সিদ্দিক মিয়া, রফিকুল ইসলাম রাজিব প্রমূখ। সভায় শোকসভা উপলক্ষে সর্বস্তরের হোটেল শ্রমিকদের দাওয়াত দেওয়ার জন্য লিফলেট ও পোস্টার করার সিদ্ধান্ত গ্রহণ হয়। উল্লেখ্য শ্রমিকনেতা আব্দুল আজিজ প্রধান গত ২৫ জানুয়ারি দিবাগত রাত প্রায় ৩.১৫ টার সময় আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অকালে মৃত্যুবরণ করেন। তিনি মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডস্থ ওয়েস্টার্ণ রেস্টুরেন্ট এন্ড মিনি চাইনিজ রেস্টুরেন্টের উদ্বোধনকালীন সময় থেকে সুনামের সাথে প্রধান পাচকের দায়িত্ব পালন করছিলেন। তাঁর অকাল মৃত্যুর সংবাদ শুনে হোটেল শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা শোকে মুহ্যমান হয়ে পড়েন। ২৬ জানুয়ারি রাতে শরিয়তপুর জেলার সখীপুর উপজেলার হালদারকান্দি গ্রামে নিজ বাড়িতে তাঁর দাফন কার্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। প্রয়াত আব্দুল আজিজ প্রধান তিন ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও সংগঠনের নেতাকর্মীদের রেখে যান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply