২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৮:৪৯/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৮:৪৯ অপরাহ্ণ

বন্দর পতেঙ্গা ইপিজেড এলাকায় গ্যাসের মূল্য বৃদ্ধি ,জন দূর্ভোগ-যানযট নিরাসন এবং হোল্ডিং   টেক্স  সহনীয় করার  দাবিতে  জাসদের মানব বন্ধন

     

 

বন্দর পতেঙ্গা ইপিজেড এলাকায় গ্যাসের মূল্য বৃদ্ধি ,জন দূর্ভোগ-যানযট নিরাসন এবং হোল্ডিং টেক্স  সহনীয় করার   দাবিতে  জাসদের মানব বন্ধন ১০ই মার্চ  শুক্রবার সকালে বে-শপিং সেন্টারের সামনে অনুষ্ঠিত হয়।

মানব বন্ধনে জাসদের নগর  সভাপতি ও ১৪ দলের সমন্বয়কারী  জসিম উদ্দিন বাবুল ,বন্দর থানার সাঃসম্পাদক মোঃ মফিজুর রহমান ,কেন্দ্রিয় সহ-সভাপতি সাজুময় চৌধুরী,আহম্মদ চৌধুরী, ইপিজেড থানা জাসদ সভাপতি হাজী কামাল উদ্দিন ,শ্রমিক জোটের সাঃসম্পাদক বৌদি পাল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং শতশত জন সাধারণ মানববন্ধনে অংশ নেন। ।

মানববন্ধন থেকে জাসদের নগর  সভাপতি জসিম উদ্দিন বাবুল সহ সকল নেতৃবৃন্দরা জোর দাবি করেন যে, বন্দর পতেঙ্গা ইপিজেড এলাকায় গ্যাসের মূল্য বৃদ্ধি ,জন দূর্ভোগ-যানযট নিরাসন , হোল্ডিং টেক্স  যৌক্তিক রাখা, স্থায়ী জলাবদ্ধতা দূরিকরণ এবং শহর মূখি কন্টেইনার ইয়ার্ড গুলো অন্যত্র সরানো এবং এলাকা ভিত্তিক অসামাজিক কর্মকান্ড প্রতিরোধের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

শেয়ার করুনঃ

Leave a Reply