২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:৪২/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১১:৪২ পূর্বাহ্ণ

ইসহাক মিয়া বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সংগ্রাম করেছেন

     

বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্ঠা, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গণ পরিষদ ও সাবেক সংসদ সদস্য, দেশের পরিচ্ছন্ন এবং ত্যাগী রাজনীতিবিদ জননেতা ইসহাক মিয়ার জাতীয় স্মরণ সভা উপলক্ষে এক প্রস্তুতি সভা  ২৬ জানুয়ারী সন্ধা ৬টায় স্মরণ সভা পরিষদের সমন্বয়কারী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুনের সভাপতিত্বে ঢাকাস্থ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রাণালয়ের উপ সচিব কথা সাহিত্যিক শফিকুল ইসলাম। আলোচক হিসেবে আলোচনা করেন মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রহিম, ইউপি চেয়ারম্যান আবদুল সালাম, সুফিতত্ত্ব গবেষক মাওলানা মোঃ ইকবাল ইউছুফ, রাজনীতিবিদ মোঃ জসিম উদ্দীন চৌধুরী, সংগঠক ডাঃ মোঃ জামাল উদ্দীন, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অভিজিৎ দে রিপন, সংগঠক এস.এম. জে রহমান, সাংবাদিক মোঃ শরীফ, হাবিবুর রহমান, রাজীব মজুমদার, মোবিন সিকদার, রনি আহমদ, মোঃ সজিব, সেলিম উদ্দীন ডিবলু, মোঃ সজিব, মোঃ শাহজাহান, জে.এস. আনন্দবোধি ভিক্ষু, কুতুব উদ্দীন রাজু, আবু বকর সিদ্দিক, সাইফুল ইসলাম সোহেল, মোঃ কামরুল হাসান, সাংবাদিক আসিফ রেজা, মোঃ নুরুদ্দীন আহমদ, মানিক, মোঃ শামসুল আলম প্রমুখ।
সভায় বক্তারা বলেন প্রয়াত জননেতা ইসহাক মিয়া শুধু চট্টগ্রাম নয় সারা বাংলাদেশের মধে একজন পরিচ্ছন ও মহৎ রাজনীতিবিদ হিসেবে আজীবন আমাদের মাঝে বেঁচে থাকবে। জননেতা ইসহাক মিয়া আমৃত্যু জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ট, বাংলাদেশ আওয়ামীলীগের ২ বার উপদেষ্ঠা মন্ডলীর সদস্য, গণ পরিষদের সদস্য, সংসদ সদস্য, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান চট্টগ্রাম নগর আওয়ামীলীগের সহ সভাপতি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থীর জন্য গঠিক নাগরিক কমিটির চেয়ারম্যান, চট্টগ্রাম নগর আওয়ামীলীগের উপদেষ্ঠাসহ বিভিন্ন পদ পদবীতে থেকেও তিনি নিজেকে অর্থবৃত্তের সোপানে বন্দী করে রাখেন। নিতান্তই একজন সাধারণ মানুষ হিসেবে আজীবন গণ মানুষের জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে গেছেন। সকল রকম লোভ লালসার উর্ধ্বে উঠে তিনি বঙ্গবন্ধুর আদর্শকে চিরদিন লালন করে গেছেন। বক্তারা আরো বলেন চট্টগ্রামে জন্মহলেও প্রয়াত জননেতা ইসহাক একজন জাতীয় নেতার মত আওয়ামীলীগের রাজনীতির দুর্দিনে সোচ্চার ভুমিকা রেখেছেন। প্রয়াত জননেতা ইসহাক মিয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অত্যন্ত সন্মান করতেন। মাননীয় প্রধানমন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদ ইসহাক মিয়াকে চাচা বলে সম্বোধন করে সব সময় খোঁজ খবর রাখতেন। বক্তারা আরো বলেন মরহুম জননেতা ইসহাক মিয়ার ব্যক্তিগত জীবনাদর্শ, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আমৃত্যু সমর্থন ও দেশপ্রেমের শিক্ষা থেকে আমরা সকলে আদর্শিক শিক্ষা গ্রহণ করতে পারি। সভায় আগামী মাসে ঢাকায় প্রয়াত জননেতা ইসহাক মিয়ার জাতীয় স্মরণ আলোচনা অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভার শুরুতে মরহুমের  মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা ইকবাল ইউছুফ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply