২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৮:২৩/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৮:২৩ অপরাহ্ণ

কর্ণফুলী মহিলা আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরন

     

কর্ণফুলী উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে গরীব দুখী অসহায় পাঁচশতাধিক নারী শীতার্থদের মাঝে কম্বল বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ জানুয়ারী (রবিবার) বিকেলে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের পুরাতন ব্রীজঘাট এলাকায় একটি কমিউনিটি সেন্টারে প্রায় ৫ শতাধিক গরীব দুখী অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরন করা হয়। উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোমেনা আকতার নয়নের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বানাজা বেগম নিশির সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও দক্ষিন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি চেমন আরা তৈয়ব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সহ সভাপতি সৈয়দ জামাল আহমেদ, দক্ষিন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীমা হারুন লুবনা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হায়দার আলী রনি, দক্ষিন জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ, দক্ষিন জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি রেহেনা ফেরদৌস চৌধুরী, নুর নাহার জালাল, দক্ষিন জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী শারমীন সুমি, জেলা মহিলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক তাহমিনা চৌধুরী, এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কর্ণফুলী উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি নুরতাজ বেগম, নাজমুন্নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহানাজ বেগম, হালিমা বেগম, শিকলবাহার ইউপি সদস্যা রেহানা আকতার আখি, খালেদা আকতার, জুলধার ইউপি সদস্য জহুরা মোরশেদা, রেজিয়া মেম্বার, নারী নেত্রী রোকসানা আকতার জুসি, জোবাইদা, নিলুফার ইয়াসমিন, সালমা, শাহীনুর ইয়সমিন, জাহানারা বেগম, আলমাস খাতুন, হাসিনা নাজিম  প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় চেমন আরা তৈয়ব বলেন, অসহায় নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য সরকারের পাশাপাশি বিত্তশালীদেরকে এগিয়ে আসাতে হবে। নারী শিক্ষা বিস্তার এবং নারী অধিকার প্রতিষ্ঠা, সমাজে দরিদ্র ও অসহায় নারীদের পাশে সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তাহলে নারীদের অর্থনৈতিক মুক্তি আসবে। তিনি বলেন, ‘নারী শিক্ষার প্রসার ছাড়া নারী সমাজের মুক্তি নাই এবং সমাজের কোনও আশা নাই’ এই মূলমন্ত্রে বিশ্বাসী থেকে সমাজের প্রবল বাধা উপেক্ষা করে নিগৃহীত নারী সমাজের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যেতে হবে।

শেয়ার করুনঃ

Leave a Reply