২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৪:২০/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ

বংশাল পাড়া সমাজ কল্যাণ পরিষদ এর সাথে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

     

 

৮ মার্চ ২০১৭ইং বিকাল ৫টায় নগরী পাঠানটুলীস্থ নাজির পুলে বংশাল পাড়া সমাজ কল্যাণ পরিষদ সাথে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বংশাল পাড়া সমাজ কল্যাণ পরিষদের সর্দার হাজী জহিরুল হক, বক্তব্য রাখেন করদাতা সুরক্ষা পরিষদ এর সদস্য সচিব মোহাম্মদ নুরুল আবছার, মোঃ কামাল উদ্দিন, মজিবুল হক, আনোয়ার বেগ সর্দার, হাসান মারুফ রুমী, সেকান্দার মিয়া, আশরাফ আলী, সৈয়দুল হক প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তাগন বলেন, হোল্ডিং টেক্স বাড়াতে পারে, তবে তা হতে হবে যৌক্তিক এবং বাড়ীর মালিকদের সাথে আলাপ-আলোচনা সাপেক্ষে। অন্যথায় বাড়ী ভাড়া অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যা চট্টগ্রামের নাগরিকদের জীবন দুর্বিসহ হয়ে যাবে। বক্তরা আরো বলেন, কর্পোরেশনের আয় বাড়ানোর জন্য করের আওতা বাড়ানো যায়, তবে সেটা হতে হবে যৌক্তিক।
নেতৃবৃন্দ বলেন, সিটি কর্পোরেশন নতুন করে যে কর আদায়ের পদ্ধতির সিদ্ধান্ত গ্রহণ করেছেন তাহা অসাংবিধানিক ও অযৌক্তিক।
করদাতা সুরক্ষা পরিষদের নেতৃবৃন্দ বলেন, এই পদ্ধতিতে কর আরোপ করা হলে, চট্টগ্রাম শহরে বসবাস দুর্বিসহ হয়ে পড়বে। অতিসত্তর এই পদ্ধতি বাতিল করে পূর্বে এসেসমেন্ট পদ্ধতি বহাল রাখার আহবান জানান।

শেয়ার করুনঃ

Leave a Reply