২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:২৫/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৩:২৫ অপরাহ্ণ

পাঁচরিয়া শীলাবুদ্ধ ও বাইশ বুদ্ধের মেলা

     

পটিয়ার পাঁচরিয়া গন্ধকুটি বিহারে ২দিন ব্যাপি ঐতিহ্যবাহী শীলাবুদ্ধ ও বাইশ বুদ্ধের মেলা ২০১৮ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বিহার প্রাঙ্গনে সকালে সংঘদান, অষ্টপরিস্কার দান, শীল গ্রহন, ধর্মদেশনা ও বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে
মঙ্গলাচরন করেন ধর্মদর্শী শ্রমন, স্বাগত বক্তব্য রাখেন পাঁচরিয়া গন্ধকুটি বিহারের সাধারন সম্পাদক ও ওয়ার্ড আ.লীগের সভাপতি দোলন বড়–য়া। উদ্ধোধনী ভাষন দেন ভদন্ত বোধিমিত্র মহাথের, পঞ্চশীল প্রার্থনা করেন মাষ্টার ভবতোষ বড়–য়া, বক্তব্য রাখেন লিটন বড়–য়া, রুপায়ন বড়–য়া বাপন, বিশেষ অতিথি ছিলেন ভদন্ত জীবনানন্দ মহাথের, ভদন্ত শীলভদ্র মহাথের, ড.সংঘপ্রিয় মহাথের, স্বামী রবিশ্বারানন্দ পুরী মহারাজ, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, ইউনিয়ন আ.লীগ সভাপতি মৃদুল কান্তি নন্দী, জ্ঞানবংশ মহাথের, সুমিতানন্দ থের, অধ্যাপক সুমেধনন্দ মহাথের প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক টিপলু বড়–য়া। আলোচনা সভায় বুদ্ধের ধর্ম ও দর্শন, মেলার গুরুত্ব বাংলার ইতিহাস ঐতিহ্য নিয়ে আলোচকবৃন্দ আলোচনা করেন। সভাশেষে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরীর মাতার আরোগ্য কামনায় পুন্যদান করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply