১৮ এপ্রিল ২০২৪ / ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:৪৪/ বৃহস্পতিবার
এপ্রিল ১৮, ২০২৪ ৫:৪৪ অপরাহ্ণ

ফৌজদারহাট কলেজিয়েট স্কুলের বার্ষিক পুরষ্কার বিতরন সম্পন্ন

     

২৬ শে জানুয়ারী শুক্রবার ফৌজদারহাট কলেজিয়েট স্কুলের বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল রকিব উদ্দিন খান পিএসসি। আবদুল আজাদ ও রাশেদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য দিদারুল আলম। এতে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন সলিম্পুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দিন আজীজ,কে এম উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ কায়সারুল আলম,অভিভাবক সদস্য আমজাদ হোসেন,সহকারী প্রধান শিক্ষক আজাদ হোসেন, শামীম মাহমুদ, শফিকুল মওলা। বিদ্যালয়ের প্রতিবেদন পাঠ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম কামরুল ইসলাম। দিদারুল আলম বলেন, শিশু কোন পথে যাচ্ছে , সন্তানকে সুশিক্ষা দেওয়ার প্রধান মাধ্যম হলেন তার মা। মায়ের অসচেতনতায় ধবংস হয় তাদের ছেলে-মেয়ে। পুঁথিগত বিদ্যা শিক্ষার মাধ্যমে শুধু জ্ঞান অর্জন না করে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে অভিভাকমণ্ডলীকে সচেতন হওয়ার আহবান জানান সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। তিনি একটি নতুন ভবন গড়ে দিবেন বলে আশ্বাস দেন এবং সমস্যাগুলো সমাধান করার পথ খুজে বের করবেন। বক্তারা আরো বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের অনুদান সব ফৌজদারহাট ক্যাডেট কলেজ কর্তৃক। এই প্রতিষ্ঠানে ভর্তি ফি ও পরীক্ষার ফি ছাড়া ফাণ্ড করার আর কোন মাধ্যম নাই তাই সরকারের কাছে শিক্ষা প্রতিষ্ঠান আর্থিক সহযোগিতা করার আবেদন জানান। এতে আরো উপস্থিত ছিলেন, শয়ন কুমার চক্রবর্তী, আশেক মামুন,এস এম সায়েম,বেলায়েত হোসেন,মঞ্জুর মোরশেদ,সাদ্দাম হোসেন ,শিক্ষকমণ্ডলী, অভিভাকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply