২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৯:২৪/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ

ঢেমশা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভায় আবু সুফিয়ান

     

সাতকানিয়া ঢেমশা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ গঠনকল্পে এক মতবিনিময় সভা বিদ্যালয়েরট প্রাক্তন ছাত্র, ফাতেয়াবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাশের সভাপতিত্বে গত ২৪ জানুয়ারী সন্ধায় জামালখানস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, রুপালী ব্যাংকের পরিচালক, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোর্শেদ আলম চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সাতকানিয়া সমিতি চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দীন, প্রাক্তন ছাত্র জাহাঙ্গীর আলম, জসিম উদ্দীন চৌধুরী, রাজীব চৌধুরী, আসাদ উজ জামান জনি, রমজান আলী, অরুণ কান্তি মল্লিক, রিপন কান্তি দাশ প্রমুখ। সভায় প্রধান অতিথি সাংবাদিক আবু সুফিয়ান বলেন আমিও এই বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে নিজেকে খুব গর্বিত মনে করি। এই বিদ্যালয় থেকে বর্তমানে অনেকে দেশের বিভিন্ন গুরুত্বপুর্ণ দায়িত্বে নিজেকে নিয়োজিত রেখেছে। বিদ্যালয়টি বর্তমানে অবকাঠামো ও শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের সহযোগিতায় অনেক দুর এগিয়ে গেছে। তিনি বলেন সরকারের পাশাপাশি আমরা বিদ্যালয়ের যারা প্রাক্তন ছাত্র তারা যদি প্রত্যেকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে তবে ঢেমশা উচ্চ বিদ্যালয় আরো সুদুরপ্রসারী বিদ্যাপিটে পরিণত হবে। তিনি বিদ্যালয়ে একটি শক্তিশালী প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ গঠন করার গুরুত্বারোপ করেন। এছাড়া সর্বসম্মতিক্রমে আগামী ১১ ফেব্রুয়ারি বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ঢেমশা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের আনুষ্ঠানিক কমিটি গঠন ও প্রস্তুতি সভায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের যোগদানের আহবান জানানো হয়।

শেয়ার করুনঃ

Leave a Reply