২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:৫২/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ২:৫২ অপরাহ্ণ

সুশিক্ষায় গড়ে উঠতে পারলে জীবনের সফলতা অর্জন সম্ভব

     

 

দেশে আজ কোটি কোটি মানুষ থাকা সত্ত্বেও আমাদেরকে প্রকৃত মানুষের সন্ধান করতে হয়। সত্য পথের অভিযাত্রী, বড় মনের মানুষের সংখ্যা দিন দিন কমে যাওয়ার ফলে দেশে আজ এত দূরবস্থা বিরাজ করছে। সৃজনশীল মেধা বিকাশে শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার মাধ্যমে মেধা পরীক্ষা করার সুযোগ সৃষ্টি হয়। আজকের তরুণেরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই তারা সুশিক্ষায় গড়ে উঠতে পারলে জীবনের আসল সফলতা অর্জন সম্ভব।

২৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে মধ্যম চন্দনাইশ মির্জ্জির দোকানস্থ দীঘির পাড় চত্বরে স্বপ্নের তরী সাংস্কৃতিক সংসদের তিন বছর পূর্তি উপলক্ষে বার্ষিক সাংস্কৃতিক ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ’লীগ নেতা, মেগাডোর এন্ড ফার্নিসার লি. এর এমডি লায়ন আলহাজ্ব রফিকুল ইসলাম এ কথা বলেন। ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে সাইফুল আলম তুষারের পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চন্দনাইশ উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হেলাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে আল-হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের মহাসচিব মো. আলমগীর ইসলাম বঈদী, আ’লীগ নেতা আবুল কাসেম বাবলু, চন্দনাইশ উপজেলা স্কাউটস্ এর সাবেক সম্পাদক মাষ্টার হাবিবুর রহমান। প্রধান আলোচক ছিলেন পল্লী প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মো. নুরুল হক চৌধুরী, চন্দনাইশ পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন চৌধুরী, প্রজন্মলীগ চন্দনাইশ পৌরসভার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, স্বপ্নের তরী সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা তানভীর আহমেদ ছিদ্দিকী, সভাপতি জাহেদুল ইসলাম জাহেদ, সহ-সভাপতি সাইফুল আলম তুষার, সাধারণ সম্পাদক মো. সাকিব উল্লাহ, মো. আল শাহরিয়ার রাফি, মো. সাইফুল আলম, আখতারুজ্জামান সবুজ প্রমুখ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply