২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:০১/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৬:০১ পূর্বাহ্ণ

ডাঃ নুরুল ইসলাম চিকিৎসক হিসেবে যুগ যুগ বেঁচে থাকবে

     

 

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর ব্যক্তিগত চিকিৎসক, জাতীয় অধ্যাপক, দেশের স্বনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর ডাঃ নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা সংগঠনের সহ সভাপতি ডাঃ জামাল উদ্দীনের সভাপতিত্বে ২৪ জানুয়ারী বিকেল ৪টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অষ্ট্রিয়া প্রবাসী বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. সেলিম উদ্দীন খান। আলোচনায় অংশগ্রহণ করেন প্রবীণ সাংবাদিক সি.আর. বিধান বড়ুয়া, জে রহমান, মাহব্ ুআলম, আসিফ ইকবাল, সুমন চৌধুরী, মোস্তাফিজুর রহমান মানিক, মোঃ ইমতিয়াজ, মোঃ রাসেল প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রফেসর ডাঃ নুরুল ইসলাম শুধু চট্টগ্রাম নয় বাংলাদেশের গর্ব। যার চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে অনেক কিছু দিয়েছি। যিনি ব্যক্তিগত জীবনে জাতির জনক বঙ্গবন্ধুর ব্যক্তিগত চিকিৎসক হিসেবেও কাজ করেছেন। যার সমগ্র জীবনজুড়েই ছিল মানুষের কল্যাণ আর মানুষের মাঝে সুচিকিৎসা প্রদান করা। যার প্রতিষ্ঠিত দেশের ১ম বেসরকারি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে বর্তমানে উপমহাদেশের শিক্ষা ও চিকিৎসা বিস্তারে অবদান রেখে যাচ্ছে। সভায় বক্তারা মরহুম ডাঃ নুরুল ইসলামের আতœার মাগফেরাত কামনা করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply