২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:৩৭/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৫:৩৭ পূর্বাহ্ণ

আহমদ ছফা সাহিত্য পুরস্কার প্রদান ও শুবাচ-পুথিনিলয় বইমেলা ১০ মার্চ চট্টগ্রামে

     

 

আগামী শুক্রবার ১০ মার্চ সকাল ৯টা থেকে সারাদিনব্যাপী চট্টগ্রাম নগরীর মুসলিম মুসলিম ইনস্টিটিউটের থিয়েটার হলে কালজয়ী কথাসাহিত্যিক ও কবি আহমদ ছফা সাহিত্য পুরস্কার প্রদান ও ইতিহাসবিদ ভাষাবিজ্ঞানী ড. মোহাম্মদ আমীন রচিত গ্রন্থসমুহের শুবাচ-পুথিনিলয় বইমেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১০ মার্চ সকাল ৯টায় বই মেলার উদ্ভোধন করা হবে। বিকেল ৩টায় আহমদ ছফা সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান শুবাচ এর কেন্দ্রীয় সভাপতি ড. মোহাম্মদ আমীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। আহমদ ছফা স্মারক বক্তৃতা প্রদান করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত শিক্ষাবিদ ড. হায়াৎ মামুদ, প্রাবন্ধিক ও গবেষক মোরশেদ শফিউল হাসান, জনপ্রিয় কথাসাহিত্যিক জাকির তালুকদার, আহমদ ছফা গবেষক ড. সুদীপ্ত হাননান। বিশেষ আমন্ত্রণে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য , মার্কিন জেনারেল (অব.) ড. প্রফেসর ইলিয়্যস দ্যামি। দিনব্যাপী অনুষ্ঠানমালায় আরও দেশবরেণ্য বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকবেন। আগ্রহী ও সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply