২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:০৫/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৪:০৫ পূর্বাহ্ণ

তিরষ্কারে বদলে পুরষ্কার পেলেন তিনি!

     

জাহাঙ্গীর আলম ভূঁইয়া
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দূর্নীতির দায়ে তিরষ্কার পাওয়ার বদলে পুরষ্কার পেলেন প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক। পুরষ্কার দিলেন বিভাগীয় উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা সিলেট। এ রকম একটি ব্যাতিক্রম ঘটনা ঘটেছে তাহিরপুর উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের সাহগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার গাঙ্গুলী নান্টুর ক্ষেত্রে। দূর্নীতির অভিযোগ প্রমানিত হওয়ায় তাহিরপুর প্রাথমিক শিক্ষা অফিস তাকে বদলীর জন্য শ্রীপুর উত্তর ইউনিয়নের গোলকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নাম সুপারিশ করে জেলা শিক্ষা অফিসার বরাবর পত্র প্রেরণ করলেও বিভাগীয় উপ-পরিচালক সিলেট তাহমিনা খাতুন প্রাথমিক শিক্ষা তাকে বদলি করেছেন উপজেলা সদর শিক্ষক দিলীপ কুমার গাঙ্গুলীর বাড়ির পাশে উজান তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। এতে তিরষ্কারের বদলে পুরষ্কারই পেলেন প্রধান শিক্ষক দিলীপ কুমার গাঙ্গুলী। রবিবার এ রকম একটি সংবাদ উজান তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ছাত্র অভিভাবকরা জানতে পারলে এ নিয়ে তাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করে। ইতি মধ্যে তাদের পক্ষ থেকে  প্রধান শিক্ষককে উজান তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যলয়ে যোগ দান থেকে বিরত রাখার জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ একাধিক ছাত্র অভিভাবক স্বাক্ষরিত একটি আবেদন পত্র প্রেরণ করেন বিভাগীয় উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা সিলেট বরাবরে। জানা যায়, উপজেলার দক্ষিন শ্রীপুর সাহগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার গাঙ্গুলীর বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর উপবৃত্তি,ক্ষুদ্র মেরামতের টাকা সহ নানা অনিয়ম দূর্নিতীর অভিযোগ এনে বেশ কিছুদিন পূর্বে সাহগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি ও গ্রামবাসী একটি লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহিরপুর বরাবরে। এরই ধারাবাহিকতায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস বিষয়টি তদন্ত করে এবং তদন্ত দূর্নীতি প্রমানিত হওয়ায় তাকে শাস্তি স্বরূপ উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের গোলকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বদলির জন্য সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর একটি পত্র প্রেরণ করেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফেরদৌস। তারিখ-১৪-১-১৮। স্মারক নং উশিঅ/তাহিরপুর/সুনাম/১৮/২। এ সংবাদ জানতে পেরে সাহগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসে যোগাযোগ করে সাহগঞ্জ থেকে তাহিরপুর সদর উজান তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিভাগীয় উপ-পরিচালক স্বাক্ষরিত একটি বদলি আদেশ নিয়ে আসেন তিনি। গত ১৮-১-১৮ ইং তারিখ এ বদলির আদেশটি দেন সিলেট বিভাগীয় উপপরিচালক তাহমিনা খাতুন। এ সংবাদ পাওয়ার পর উজান তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় স্কেচম্যান্ট এলাকার ছাত্র অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। দূর্নীতিগ্রস্হ একজন শিক্ষক’কে তাহিরপুর উপজেলা সদরের একটি বিদ্যালয়ে কেন বদলি করা হল এ নিয়ে ছাত্র অভিভাবক ও সচেতন মহলের মধ্যে চলছে নানা জল্পনা। যেখানে দূর্নীতি জন্য তিরষ্কার পাওয়ার কথা সেখানে সে পেল পুরষ্কার। সাহগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অবসর প্রাপ্ত শিক্ষক উৎপল সরকার বলেন,বিদ্যালয়ে উন্নয়নের টাকা,উপবৃত্তির টাকা সহ নানা অনিয়মের কারণে আমার প্রাথমিক শিক্ষা অফিসে অভিযোগ দিয়েছি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রথমে শুনেছিলাম অভিযোগের কারণে তাকে গোলকপুর বদলি করার জন্য সুপারিশ করা হয়েছে এখন শুনলাম তিনি বাড়ির কাছে বদলি হয়ে এসেছেন। উজান তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাদল মিয়া বলেন,অভিযুক্ত প্রধান শিক্ষককে উজান তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যলয়ে যোগদান না দেয়ার জন্য আমরা বিভাগীয় উপ পরিচালক বরাবর আবেদন দিয়েছি। উজান তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অভিভাবক উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন বলেন,উপবৃত্তির টাকা সহ আনুষাঙ্গিক বিষয়ে অভিযুক্ত শিক্ষক কে কিভাবে উপজেলা সদরের একটা বিদ্যালয়ে বদলি করলেন বিভাগীয় উপ পরিচালক এ বিষয়টি আমাদের জানা নেই। তবে আমরা গ্রামবাসী ছাত্র অভিভাবকদের বলছি আমাদের বিদ্যালয়ে যেন কোন দূর্নীতিগ্রস্হ শিক্ষক যোগদান না করতে পারে সে বিষয়টি খেয়াল রাখতে। নাম প্রকাশ না করার শর্তে তাহিরপুর উপজেলা এক সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, অদক্ষ প্রধান শিক্ষক দিয়ে বিদ্যায়ল পরিচালনা করা খুব কঠিন। সাহগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিলীপ কুমার গাঙ্গুলী বলেন, উজান তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকরে পদ শুন্য ছিল আমি আবেদন করেছি। আবেদনের প্রেক্ষিতে বিভাগীয় পরিচালক মহোদয় আমাকে বদলির আদেশ দিয়েছেন। তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস বলেন,বিদ্যালয়ে দুর্নীতি প্রমাণিত হওয়ায় শাস্তি স্বরূপ আমরা প্রধান শিক্ষক দিলিপ কুমার গাঙ্গুলী কে শ্রীপুর উত্তর ইউনিয়নের গোলকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বদলী করার জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর সুপারিশ পাঠিয়েছি। এ বিষেয়ে জানতে বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা সিলেট তাহমিনা খাতুন এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি বিষয়টি দেখছি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply