২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:৪৫/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৯:৪৫ অপরাহ্ণ

হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও ইন্ধনদাতাদের বিচার দাবীতে মানববন্ধন

     

 

কলেজিয়েট স্কুলের ৯ম শ্রেনির ছাত্র আদনানকে যারা হত্যা করেছে তারা স্বীকার করেছে তারা আব্দুর রউফ নামের এক নেতার অনুসারী। হত্যাকারীদের সাথে আব্দুর রউফের অনেক ছবিও সংবাদ মাধ্যমে প্রকাশ পায়। সন্ধ্যা হইলে আইডিয়াল স্কুল সংলগ্ন ‘মেইজ্জান হাইলে আইয়ু’ নামের একটা রেস্টুরেন্টে বসে তারা ছিনতাই করার জন্যে ফাঁদ তৈরী করত। এমনকি দিন দুপুরেও তাদের ছিনতায়ের স্বীকার হয়েছে অনেকে।
মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ ছাত্রদের দাবি ছিল দ্রুত বিচার কাজ সম্পন্ন করে হত্যাকারীদের ফাঁসির কাঠগড়ায় আনা হউক,যার ইন্ধনে আদনানের মায়ের বুক খালি করেছে যার ছায়াতলে হত্যাকারীরা ছিনতাই এবং হত্যার রণক্ষেত্র সৃষ্টি করেছিল সেই গডফাদার আব্দুর রউফকে গ্রেফতার করে তার দৃষ্টান্ত মূলক শাস্তি হউক। উক্ত মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্রনেতা সাজ্জাদুল ইসলাম সোহাগ, সায়েদ বিন আব্দুল্লাহ নাহিদ (চট্টগ্রাম টেকনিকেল কলেজ, সি টি সি) আবির হোসাইন (চট্টগ্রাম বিজ্ঞান কলেজ), তারেক রহমান (এম ই এস কলেজ), মোঃ ফাহিম (মহসিন কলেজ), শেখ ফাহিম(কলেজিয়েট স্কুল), সাফওয়ান মালেক (মুসলিম হাই স্কুল), মোঃ কাফি (গভ.হাই স্কুল), মুশফিকুল হাইদার (শাহলীউল্লাহ স্কুল), জাবেদ হাসান (লামাবাজার স্কুল), জানিম হাসান (বাকলিয়া সরকারি স্কুল), অভয়, প্রান্ত, হিমু, জারিফ, রাফি, অয়ন, ইয়াসিন, মোরশেদ, সাকিব প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply