২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:৩৯/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১:৩৯ পূর্বাহ্ণ

ডোমারে মাদক সম্রাট  আনজারুল ফেনসিডিলসহ আটক চেয়ারম্যান, মেম্বারের সুপারিশে ছেড়ে দিলেন বিজিপি।

     

 

বখতিয়ার ঈবনে জীবন,নীলফামারী প্রতিনিধি ঃ নীলফামারীর ডোমার গোমনাতীতে মাদক সম্রাট আনজারুল ফেনসিডিলসহ আটক। চেয়ারম্যান ও মেম্বারের সুপারিশে তাকে ছেড়ে দিলেন বিজিপি। ঘটনাটি ঘটেছে, উপজেলার গোমনাতী ইউনিয়নের উত্তর গোমনাতী হেমত পাড়া গ্রামে। সরেজমিনে যানাযায়, ১৭ জানুয়ারী বুধবার দুপুরে গোমনাতী সীমান্ত ফাঁড়ীর-৭ ব্যাটেলিয়ান বিজিপি’র সদস্যরা উক্ত গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মাদক সম্রাট আনজারুল হক (৩৮) কে ২ বোতল ফেন্সিডিলসহ আটক করে ক্যাম্পে নিয়ে যায়। সংবাদ পেয়ে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ, ইউপি সদস্য জাহেদুল, গোলাপ, কাশেম, ও রাব্বি ক্যাম্পে গিয়ে উল্টো মাদক সম্রাট আনজারুলের পক্ষ নিয়ে লিখিত দিয়ে বিজিপির কাছ থেকে আনজারুলকে ছাড়িয়ে আনে। কেনই বা ধরলো আর কেনইবা ছাড়লো এ নিয়ে জনমনে নানাশ্নর দেখা দিয়েছে?। এ বিষয়ে ক্যাম্পের নায়েক সুবেদার নজরুল ইসলাম বলেন, আনজারুলের হাতে বা শরীরে ফেন্সিডিল বোলত পাওয়া যায় নি, তার কাছ থেকে একটু দুরে বোতল দুটি পাওয়া যায়, তাই চেয়ারম্যান ও মেম্বারের সুপারিশে তাকে এবারের মতো ছেড়ে দেয় হলো। এ বিষয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুর রহমান জানান, আনজারুল মাদকের মামলায় কিছুদিন পূর্বে জামিনে মুক্তি পায়। তার বিরুদ্ধে থানায় মাদক, ডাকাতি, ছিনতাইসহ একাধীক মামলা রয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply