২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১১:১৩/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ১১:১৩ অপরাহ্ণ

ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচন স্থগিত

     

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে নির্বাচনের জন্য ঘোষিত তফসিল কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
আজ বুধবার পৃথক দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গতকাল সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনে নতুন করে অন্তর্ভুক্ত হওয়া রাজধানীর ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইত ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম রিট আবেদন দায়ের করেন। রিটে নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রেসপনডেন্ট (প্রতিপক্ষ) করা হয়।
প্রসঙ্গত, আইনি জটিলতার কারণেই এর আগে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচন আটকে যায় একাধিকবার। যে কারণে পাঁচ বছরের বদলে বিএনপির সাদেক হোসেন খোকা মেয়র থেকে যান নয় বছর। এরপরেও দীর্ঘদিন করপোরেশন পরিচালিত হয় প্রশাসক দিয়ে।
শেয়ার করুনঃ

Leave a Reply