২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:০৭/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৬:০৭ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ে গণধর্ষণের দায়ে ৪ জনের যাবজ্জীবন

     

 

হিমেল তালুকদার, ঠাকুরগাঁও প্রতিনিধি 

গণধর্ষণের দায়ে ঠাকুরগাঁওয়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা নারী ও শিশু নির্যাতন আদালত।সোমবার  ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মির্জা মোহাম্মদ আইয়ুর আলী এ আদেশ দেন।

আসামিরা হলেন- আলমগীর (২০), ইসমাইল হোসেন (৩০), আরিফ হোসেন (২২) ও ইউসুফ আলী (২০)। আসামি আরিফ হোসেন পলাতন রয়েছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৮ জুন ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া উত্তর বোয়ালিয়া এলাকার এক গৃহবধূ ৪ জন যুবকের দ্বারা গণধর্ষণের শিকার হন। পরে ওই গৃহবধূ বাদী হয়ে রুহিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

দীর্ঘদিন মামলার সাক্ষী প্রমাণের ভিত্তিতে  আদালত আসামিদেরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এছাড়া ৪ জন আসামিকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেন।

শেয়ার করুনঃ

Leave a Reply