২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৫৭/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৭:৫৭ পূর্বাহ্ণ

সাতকানিয়া আইনজীবী সমিতির ১৩৭ বছর পূর্তির জন্য কমিটি গঠন

     

 

ঐতিহ্যবহী সাতকানিয়া আইনজীবী সমিতির ১৩৭ বৎসর পূর্তি অনুষ্ঠান জাঁকজমকের সাথে ঊদযাপন উপলক্ষ্যে ২মার্চ সকাল ১০.৩০ ঘটিকায় সময় সাতকানিয়া আইনজীবী সমিতির মিলনায়তনে সাধরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন এডভোকেট আবদুর রকীব চৌধুরী এবং সভা সঞ্চালন করেন সাধারণ সম্পাদক ও এডিশনাল পিপি এডভোকেট মেসবাহ উদ্দিন আহমদ চৌধুরী (কচির)। সভায় ১৮৮০ সালে প্রতিষ্ঠিত আইনজীবী সমিতির অর্জন, গৌরবান্বিত ইতিহাস ইত্যাদি বিষয়ে বিজ্ঞ সদস্যগণ আলোচনা করেন। সভার সিদ্ধান্ত মতে সমিতির ১৩৭ বৎসর পূর্তি উপলক্ষ্যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনের জন্য ২১ সদস্য বিশিষ্ঠ উদ্যাপন কমিটি গঠিত হয়। কমিটির চেয়ারম্যান হিসাবে সিনিয়র এডভোকেট বাবু সুনীল বড়–য়াকে, কো-চেয়ারম্যান হিসাবে, সিনিয়র এডভোকেট মোঃ সোলাইমান, সিনিয়র এডভোকেট মাহবুবুল হক এবং সিনিয়র এডভোকেট মোঃ তাজুল ইসলাম চৌধুরীকে এবং সেক্রেটারী হিসাবে, এডভোকেট মিনহাজুল আব্রার, এবং এডভোকেট এ.এম. জাহাঙ্গীর (বাবুল) কে সমন্বয়কারী হিসাবে মনোনীত করা হয়। কমিটির সদস্য হিসাবে মনোনীত হন, সর্বজনাব এডভোকেট আশীষ কুমার দত্ত, এডভোকেট হাফিজুল ইসলাম (মানিক), এডভোকেট মাহমুদুল হক চৌধুরী, এডভোকেট সৌমেন শর্মা, এডভোকেট আবু বক্কর, এডভোকেট এ. এম. ফয়সাল, এডভোকেট হুমাইরা হাসনা চৌধুরী, এডভোকেট আফরোজা হাসনা চৌধুরী, এডভোকেট ঠাকুর চাঁদ নন্দী, এডভোকেট জসীম উদ্দিন, এডভোকেট রাশেদুল ইসলাম, এডভোকেট আবদুর রকিব চৌধুরী, এড. মেসবাহ উদ্দিন আহমদ চৌধুরী কচির, এড. আবুল কাসেম, এড. সুজন পালিত প্রমুখ।
কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত হন সর্বজনাব এড. দলিলুর রহমান, এড. শামছুল হক, এড. সমর গুহ, এড. জাফর আহমদ চৌধুরী, এড. আজিজুল হক, এড. ইমতিয়াজুল হক, এড. শিব শংকর নাথ। সভায় পূর্তি উৎসব সফল করার লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply