২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:৫৪/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৬:৫৪ পূর্বাহ্ণ

ভূমি প্রতিমন্ত্রী প্রতি কৃতজ্ঞতা সরকারের সহযোগিতায় অসহায় পরিবার ফিরে পেলেন বসত ভিটা

     

 

গত ৪ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলাধীন কর্ণফুলী থানার চরপাথরঘাটা ইউনিয়নের ২নং ওয়ার্ড পূর্বপাড়া দুধু ফকিরের বাড়ীর কর্ণফুলীর সাম্পান মাঝি অসহায় বৃদ্ধা মো. আবুল হোছেন অবশেষে সরকারের সহযোগিতার তার বসত ভিটা ফিরে পেয়েছেন।  বসত ভিটাটি দীর্ঘদিন সন্ত্রাসী দল কর্তৃক দখলে ছিল। যা দখল মুক্তির জন্য মাঝি মো. আবুল হোছেন ২০০৮ সালে মাননীয় আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলা চলার পর আদালতের ডিক্রী মোতাবেক মাঝি আবুল হোছেনের বসত ভিটাটি তাকে ফিরিয়ে দেওয়া হয়। এই সময় আদালতের নির্দেশ মোতাবেক চট্টগ্রাম পুলিশ লাইন থেকে এস.আই মোহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃত্বে ২১ জনের একটি চৌকস দল, কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ নেতৃত্বে তদন্ত অফিসার হাসান ইমাম, এস.আই বশর, এএসআই মোহাম্মদ হোসেন ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। এতে আরো উপস্থিত ছিলেন যুগ্ম জেলা জজ কোর্ট নাজির দীপঙ্কর দে, সিভিল কোর্ট কমিশনার (সার্ভেয়ার) সুবির কান্তি শীল, ২নং চরপাথরঘাটা ইউনিয়নের সদস্য আবদুল মোনাফ সহ স্থানীয় সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে উক্ত বসত ভিটা দখল মুক্ত করে অসহায় দরিদ্র সাম্পান মাঝি মো. আবুল হোছেন মাঝিকে বুঝিয়ে দেওয়া হয। আবুল হোছেন মাঝি ও তার পরিবার বসত ভিটা ফিরে পেয়ে মহান খোদার দরবারে দুই হাত তোলে প্রার্থনা করেছেন। একই সাথে ন্যায় বিচারের মাধ্যমে তাদের পূর্ব পুরুষের ভিটা মাটি ফিরে পেয়ে ন্যায় বিচারের আদালত ও সরকারের  ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, পটিয়ার  সংসদ সদস্য সামশুল আলম চৌধুরী ও স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবারটি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply