২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:০০/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৪:০০ পূর্বাহ্ণ

নীলফামারীতে ২৪ ঘন্টায় তিনটি অপমৃত্যু

     

বখতিয়ার ইবনে জীবন

নীলফামারীতে গত ২৪ ঘন্টায় ৩ টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। এদের মধ্যে একজন গাড়ীর চাকায় পৃষ্ট হয়ে, একজন বিদ্যুৎপৃষ্ট হয়ে ও অপরজন গলায় দঁড়ি দিয়ে মারা গেছে। জানা যায়, জেলার সৈয়দপুরে মালিহা কুরিয়ার সার্ভিস গাড়ির চাকায় পিষ্ট হয়ে সুলতান হোসেন নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে নীলফামারী জেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল সৈয়দপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জানায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকা মেট্রো-ঢ-৮১-০১৪৬ মালিহা কুরিয়ার সার্ভিস ঢাকা থেকে উত্তরা ইপিজেড যাচ্ছিলো। সৈয়দপুর বাসটার্মিনাল সংলগ্ন স্থানে এলে সেখানে এক পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলে ওই পথচারী কোমর থেকে উপরের অংশ ছিন্নভিন্ন হয়ে মারা যায়। নিহত ব্যক্তি সৈয়দপুর রেলওয়ে কারখানার অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। তার বাড়ি সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের হাজ্বীর বটতলী নামক গ্রামে। সকালে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে সৈয়দপুর বাসটার্মিনালে এসেছিলেন। সাইকেল রেখে হোটেলে চা খেয়ে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় পড়ে তার মৃত্যু হয়। এদিকে আজ মঙ্গলবার দুপুরে বৈদ্যুতিক মোটরে সেচ সংযোগ দিতে গিয়ে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে কামাল নামের ১২ বছরের এক কিশারের মৃত্যু হয়েছে। সে জেলার ডোমার উপজেলার মটুকপুর গ্রামের মশিউর রহমানের ছেলে। দুপুরে সে বাড়ীর পার্শবর্তী বৈদ্যুতিক মোটর দিয়ে সেচ দিতে যায়। বৈদ্যুতিক মোটরে বৈদ্যুতিক সংযোগ দেয়া মাত্র সে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। অপরদিকে একই উপজেলার সোনারায় ডাঙ্গাপাড়া গ্রাম হতে শিউলী রানী (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যার দিকে তার নিজ বাড়ী হতে মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের ভুপতি রায়ের মেয়ে ও স্থানীয় সোনারায় ডুগডুগি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। পরিবারের পক্ষে জানানো হয়, গতবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুই বিষয়ে অকৃতকার্য্য হয়। ফলে এবারো পরীক্ষার প্রস্তুতি নিলেও লেখাপড়ায় মনোনিবেশ করছিলনা। এ নিয়ে পরিবারের অভিভাবকরা গালমন্দ করে। ঘটনার দিন পরিবারের সদস্যদের উপর অভিমান করে সকলের অগোচরে নিজ ঘরের দরজা লাগিয়ে গলায় ওড়না দিয়ে আতœহত্যা করে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগন মৃত্যুর বিষয়গুলি নিশ্চিত করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply