২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৩:০১/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৩:০১ অপরাহ্ণ

সঠিক ও যোগ্য নেতৃত্বদানে ছাত্রদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

     

চট্টগ্রাম দক্ষিণজেলা প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান ৪ জানুয়ারী সন্ধ্যা ৭টায় সংগঠনের সভাপতি মোঃ মোর্শেদ আলম চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মফিজুর রহমান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ বিজয় লক্ষী দেবী। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মহানগর যুবলীগনেতা সুমন দেবনাথ, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিম, সংগীতশিল্পী মৃণালিনী চক্রবর্তী, বেসরকারি কারা পরিদর্শক আবদুল হান্নান লিটন, অধ্যক্ষ রতন দাশগুপ্ত, অধ্যাপক সুমন দত্ত, নারীনেত্রী শওকত আরা বেগম, সৈয়দা শাহানা আরা বেগম, দক্ষিণজেলা স্বেচ্ছাসেবকলীগনেতা সালাউদ্দীন লিটন, মহানগর ছাত্রলীগের সদস্য বোরহান উদ্দীন গিফারী, জেলা ছাত্রলীগনেতা মঞ্জুরুল আলম, আবু বকর, মেজবাহ উদ্দীন, সুবাস দাশ প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস গৌরব আর সংগ্রামের ইতিহাস। এদেশের স্বাধীনতা আন্দোলন সহ সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ইতিহাসে ছাত্রলীগের রয়েছে ত্যাগ আর অর্জনের ইতিহাস। তিনি আরো বলেন ছাত্রলীগের নেতারা দেশের জন্য সব সময় অগ্রণী ভুমিকা রেখে যাচ্ছে। তিনি আরো বলেন আজকের ছাত্র নেতারা আগামীতে দেশ পরিচালনার নেতৃত্ব দিবে। তিনি আরো বলেন ছাত্রনেতাদেরকে প্রথমে নিজেদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। এর পাশাপাশি ছাত্রদের অধিকার আদায়ে অগ্রণী ভুমিকা রাখতে। আজকের আয়োজনে ছাত্রদের কল্যাণে শিক্ষা সামগ্রী বিতরণ একটি মহতি উদ্যোগ। সভাশেষে প্রধান অতিথি ৭০জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।

শেয়ার করুনঃ

Leave a Reply