১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:৪৯/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৩:৪৯ অপরাহ্ণ

ইউপি ভবনে ই-তথ্য সেবায় পাসপোর্ট আবেদন করার সুযোগ প্রসঙ্গে

     

মুহাম্মদ মনছুর
মাতৃভূমিকে ছাড়িয়ে ভিনদেশে পাড়ি জমাতে প্রয়োজন পাসপোর্ট। বিদেশে পাড়ি জমাতে পাসপোর্টের গুরুত্ব অপরিসীম। নাগরিকত্ব পরিচয়ে পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পাসপোর্ট নিয়ে পাসপোর্ট অফিসে যা হয় তা বলার অপেক্ষা রাখেনা। সিন্ডিকেট ও দালালরা পাসপোর্ট অফিসকে পাহারা দিয়ে রেখেছে। সাথে পাহারা দিচ্ছে দুর্নীতিকে। পাসপোর্ট অফিসকে সরকারি প্রতিষ্ঠান না বলে দালালদের পৈতৃক সম্পত্তি বললেও ভূল হবে না। পাসপোর্ট বানাতে ও নবায়ন করতে আসা সাধারন লোকজন এসব দালালদের কাছে জিম্মি। এখানে দালালদের ছাড়া কোন কাজ হয়না। দালাল ছাড়া পাসপোর্ট বানানো কারো সাধ্য হয়না। দালাল ছাড়া অনলাইন অন্তর্ভূক্তির কাজ সম্পন্ন করতে পারলেও সেই ফাইল মাসের পর অতিবাহিত হলেও পাসপোর্টের জন্য অনুমোদনের অনুমোদন হয়না। টাকা ছাড়া কোন আবেদন ফাইল অনুমোদন হয়না। এতে পাসপোর্ট বানাতে আসা সাধারন লোকদের হয়রানি ভোগান্তি দুর্ভোগের শেষ থাকেনা। সরকারি নিয়মে সাধারন পাসপোর্টের জন্য ৩০০০/- টাকা ১৫ দিনের মধ্যে ডেলিভারি। জরুরি ৬০০০/- টাকায় ৭ দিনের মধ্যে ডেলিভারি। দালালের মাধ্যমে সাধারন ৫০০০/- টাকা,জরুরি ৮০০০/- টাকা দিয়ে পাসপোর্ট বানাতে হয়। অন্যথায় বিকল্প কোন উপায় থাকেনা পাসপোর্ট বানাতে আসা লোকজনের। তাও নির্দিষ্ট সময়ে ডেলিভারি দিতে পারে না। এতে সাধারন লোকজনের হয়রানির সীমা থাকেনা। বর্তমান তথ্য-প্রযুক্তির যুগ। সবকিছু এখন সহজ প্রাপ্যতায় হাতের মুঠোতে পেয়ে যাচ্ছে। তাই পাসপোর্ট আবেদন কার্যক্রম ইউপি ভবনের ই-তথ্য সেবায় অনলাইনের মাধ্যমে করা হলে পাসপোর্ট পেতে যেমন সহজ হবে তেমনি অনেক হয়রানি লাঘব হবে। ইউনিয়ন পরিষদের ই-তথ্য সেবায় পাসপোর্ট আবেদন অনলাইনের মাধ্যমে করে টেলিটকের মাধ্যমে টাকা পাঠিয়ে আবেদনে টেলিটকের পিন নাম্বার উল্লেখ করে আবেদনের প্রিন্ট কপি ও সংশ্লিষ্ট কাগজ পত্রাদি চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করে সরাসরি পাসপোর্ট অফিসে জমা দিলে ঝামেলা অনেক কমে যাবে। এতে পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হবেনা। এবং অনিবাসি কোন বাংলাদেশি পাসপোর্ট বানানোর সুযোগ পাবে না। এখানে অনিয়ম হলে চেয়ারম্যান দায়ী হবে। চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের সুযোগ থাকবে। এতে পাসপোর্ট অফিসের দালাল দুর্নীতি অনিয়ম হয়রানি ভোগান্তি সব বন্ধ হবে। তথ্য-প্রযুক্তি ও অনলাইনের এ যুগে সহজ পদ্ধতিতে পাসপোর্ট পাওয়ার এটাই একমাত্র সহজ উপায়। ।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply