১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:১৩/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১১:১৩ পূর্বাহ্ণ

তাহিরপুর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সম্পন্ন

     

আল-হেলাল,সুনামগঞ্জ সংবাদদাতা 
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। জানা গেছে,জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের গাইড লাইন মোতাবেক গত ৪ ফেব্রƒয়ারী থেকে ৯ ফেব্রুয়ারী এ উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সম্পন্ন হয়। পরে আরোও যথেষ্ট সময় নিয়ে কমিটির সদস্যরা যাচাই-বাছাই কার্যক্রম তদারকী করে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে তালিকা সম্পন্ন করেন। এ উপজেলায় অনলাইনে প্রাপ্ত আবেদনকারী দাবীদার মুক্তিযোদ্ধা ছিলেন ১১০ জন। এর মধ্যে ১৭ জনকে গেজেটভূক্ত করার সুপারিশ করেছে কমিটি। ২৫ জনের আবেদন ব্যাপারে দ্বিধাবিভক্ত সিদ্বান্ত হয়। ১১ জন আবেদনকারী কমিটির সামনে অনুপস্থিত ছিলেন বলে দাবী করা হয়। নামঞ্জুর করা হয় ৫৭ জনের আবেদন। জানা যায়,যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার এডভোকেট গোলাম মোস্তফাকে সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার কে সদস্য-সচিব, সুনামগঞ্জ পৌর এলাকা নিবাসী আব্দুল হাশিম, স্থানীয় মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল, উপজেলা কমান্ডার রফিকুল ইসলাম,হাজী আব্দুস সহীদ ও সাবেক কমান্ডার মুজাহিদ উদ্দীনকে সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট তাহিরপুর উপজেলা যাচাই-বাছাই কমিটি অনুমোদন দেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। যাচাই-বাছাই সম্পন্ন করার ব্যাপারে জানতে চাইলে কমিটির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা বলেন,তাহিরপুরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই ছিল দুরহ কাজ। লক্ষ লক্ষ টাকা সালামীর প্রস্তাব দিয়ে অনেকে তালিকাভূক্ত হওয়ার জন্য কমিটির কোন কোন সদস্যকে অনুরোধ করেন। কিন্তু আমি নীতির প্রশ্নে কোন আপোস করিনি। টাকার কাছে নিজেকে বিক্রি করিনি। সর্বোচ্চ সতর্কতা ও ঈমানী দায়িত্ব মনে করে লোভ লালসার উর্ধে উঠে নিরপেক্ষভাবে যাচাই-বাছাই শেষ করেছি। তারপরও কেউ যদি মনে করেন আমাদের যাচাই-বাছাইয়ে তারা ন্যায়বিচার পাননি তাহলে তারা নিয়ম অনুযায়ী আপীল করতে পারবেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply