২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:৪০/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৫:৪০ পূর্বাহ্ণ

শ্যাম্পুর সঙ্গে লবণ: দূর হবে খুশকি

     

খুশকির সমস্যায় জর্জরিত? শ্যাম্পুর সঙ্গে লবণ মিশিয়ে সপ্তাহে একদিন ব্যবহার করুন চুলে। এটি চুল ঝলমলে করার পাশাপাশি দূর করবে খুশকি। চুল পড়া বন্ধ করতেও জুড়ি নেই এই শ্যাম্পুর।

যেভাবে তৈরি ও ব্যবহার করবেন

  • ১ কাপ বেবি শ্যাম্পু নিন।
  • ২ টেবিল চামচ সি সল্ট মেশান।
  • ১০ ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল দিয়ে মিশ্রণটি শ্যাম্পুর বোতলে ভরে নিন। খুশকির সমস্যা অতিরিক্ত থাকলে পেপারমিন্ট অয়েল মেশাতে পারেন।
  • গোসলের সময় চুল ভিজিয়ে সাধারণ শ্যাম্পু মতো ব্যবহার করুন এই শ্যাম্পু।

লবণের শ্যাম্পু কেন ব্যবহার করবেন?

  • খুশকি দূর করতে পারে লবণের শ্যাম্পু।
  • চুলের গোড়া থেকে ময়লা দূর করতে সাহায্য।
  • মাথার ত্বকে জমে থাকা ব্যাকটেরিয়া দূর করে লবণ।
  • মাথার ত্বকের মরা চামড়া দূর করে।
  •  চুল পড়া বন্ধ করে।
  • চুলের গোড়ার রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে দ্রুত বাড়ে চুল।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply