২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:২৪/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৪:২৪ পূর্বাহ্ণ

কঠিন পরিস্থিতিতেও সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা একজন মুসলমানের ঈমানী দায়িত্ব -জিলানী শাহ্

     

যে কোন কঠিন পরিস্থিতি, দুঃসময়েও হক ও সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা একজন মুসলমানের ঈমানী দায়িত্ব। আত্মশুদ্ধি অর্জন কর্মে ও চিন্তা ধারায় সত্যকে লালন এবং বিপদগ্রস্থ অসহায় মানুষদের সেবাই আত্মনিবেদনই শরীয়ত ও ত্বরিকতের শিক্ষা। সত্যের উপর সুদৃঢ় ও অবিচল থাকা এবং জনকল্যাণে আত্ম নিবেদনের মাধ্যমে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি প্রিয় নবী (দ.) নৈকট্য লাভ এবং আউলিয়ায়ে কেরামের রুহানী ফয়েজ হাসিল করা সম্ভব। গত ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বাদে মাগরিব হতে বহদ্দারহাট খাজা রোড চৌধুরী স্কুল হাবিলদার বাড়ী প্রাঙ্গনে অলীকুল স¤্রাট মুছলিহ আজম গাউছে মুখতার আল্লামা শাহ্ আবদুল মালেক আল-কুতুবী মুহিউদ্দীন আল-আজমী (রহ.)’র স্মরণে ৭ম আজিমুশ্শান ঈদে মিলাদুন্নবী (দ.) ও জিকিরে বেলায়ত মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে শাহ্ মালেকীয়া দরবার শরীফের সাজ্জাদনশীন নায়েবে গাউছে মুখতার হযরত গোলাম মর্তুজা মুহাম্মদ ইয়াহিয়া আল মালেকী আল জিলানী শাহ (ম.জি.আ) উপরোক্ত মন্তব্য করেন। আলহাজ্ব মাওলানা আবদুস সালাম সাকির সভাপতিত্বে মাহফিলের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর এম. আশরাফুল আলম। প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব মাওলানা কাজী হাফেজ আহমদ আলকাদেরী। বিশেষ বক্তা ছিলেন আলহাজ্ব মাওলানা সরোয়ার কামাল আলকাদেরী, মাওলানা মাইন রেজা আলকাদেরী প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply