১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:৪৪/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৬:৪৪ পূর্বাহ্ণ

আনোয়ারার রায়পুর ইউনিয়নের উপকূলীয় বেড়ীবাঁধ পরিদর্শন করলেন রায়পুর জনকল্যাণ সংস্হা

     

আনোয়ারার রায়পুর ইউনিয়নের উপকূলীয় বেড়ীবাঁধ পরিদর্শন করলেন রায়পুর জনকল্যাণ সংস্হার নেতৃবৃন্দ।সোমবার বিকেলে এলাকাবাসীর আহবানে তারা নির্মিয়মান বাঁধ পরিদর্শন করেন। দুটো প্রজেক্টে পানি উন্নয়ন বোর্ডের কারও খুজঁ পাওয়া যায়নি।সরেঙ্গা ও উত্তর পরুয়া পাড়া বাধঁ পরিদর্শনে ব্যাপক অনিয়ম লক্ষ্য করা গেছে।শঙ্ থেকে তোলা লবনাক্ত বালি, পরিমানে সিমেন্ট কম দেয়া হচ্ছে যা পরিদর্শন কালে নেতৃবৃন্দরা নিজেরাই দেখেন। উত্তর পরুয়া এলাকায় যেখান থেকে মাটি ও বালি তুলছে তা এই বর্ষা মৌসুমেও ঠিকবে কিনা সন্দেহ পোষন করেছেন প্রত্যক্ষদর্শীরা।

বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জনকল্যাণ সংস্হার নেতৃবৃন্দ দুটো প্রজেক্ট এলাকা ঘুরে ঘুরে দেখেন এবং এলাকাবাসী ও নির্মাণ শ্রমিকদের সাথে কথা বলেন।স্ংস্হার সভাপতি এস এম জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক এম. আলী হোসেনের নেতৃত্বে পরিদর্শনে অংশ নেন উপদেষ্ঠা ও প্রতিষ্টাতা সভাপতি মাষ্টার আহমদ ছফা, উপদেষ্ঠা ও বীমাবিদ মোহাম্মদ হোসাইন চৌধুরী, উপদেষ্টা ফরিদুল কবীর, আবদুর রহমান চৌধুরী, আবদুল বারী, মেম্বার ওসমানগীর চৌধুরী, কামরুল ইসলাম, মেম্বার মোহাম্মদ ইসহাক ও প্রবীণ শিক্ষক আবদুর রহিম।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply