২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৩:৫১/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ

বায়েজিদে জুয়ার আসর আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন

     

বায়েজিদে জুয়ার আসর আওয়ামী লীগের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে । কেউই রোধ করতে পারছে না ওই আসর। দিন রাত সাধারন জনগণ নিগৃহিত হলেও কেউ যেন  দেখার নেই। নগরীর নামকরা ওসি মহসিন সাহেব ওই থানায় কর্মরত থাকলেও  কী কারনে ওই আসরটি কেন বন্ধ হচ্ছে না তা রহস্যজনক। স্হানীয় জনগণ এই বিষয়ে পুলিশ কমিশনারের সহায়তা কামনা করেছেন। জনৈক মুক্তিযোদ্ধা দাবীদার মন্ত্রীর কাছের লোক পরিচয়ে এই অপকর্ম করছে বলে খবর পাওয়া গেছে। কমাণ্ডার পরিচয়ে মফজল আহমদ নামক জনৈক ব্যাক্তি এই আসরটি পরিচালনা করে থাকে।

আমিন জুটমিলের উত্তরে রেলবীট লাগোয়া একটি সুরম্য বিল্ডিং-এ রাতদিন এখানে জুয়াসহ নানান অসামাজিক কর্মকাণ্ড চলে। এই জুয়ার আসরে ইয়াবা ব্যবসায়ী ও পাচারকারী. বিভিন্ন মামলার ওয়ারেণ্টভুক্ত আসামী, ছিনতাইকারী ও জাত জুয়ারুরা নিরাপদ আশ্রয় মনে করে থাকে। এ বিষয়ে জানতে চাইলে মফজল আহমদ জনৈক সিজেকেএস কর্মকর্তার সাথে কথা বলতে বলে ফোন ধরিয়ে দিলে মুক্তিযোদ্ধা পরিচয়ে সাইফুল ইসলাম  বলেন কিছু জানতে চাইলে এখানে আসুন। আবাহনী ক্লাবের নামে এটি চলছে বলে ফোন অফ করে দেন। জানা গেছে, এখানে প্রতিদিন লাখ লাখ টাকার জুয়ার লেনদেন হয়। এখানে জুয়ার আড়ালে মদ, গাজার বেচা বিক্রিও হয়। স্হানীয় জনগন এ জুয়ার আসর সরানোর জন্য ভয়ে মুখ না খুললেও চট্টগ্রাম ভিক্তিক একটি মানবাধিকার সংগঠন মানববন্ধনসহ প্রেস কনফারেন্সের উদ্দোগ নিচ্ছে বলে খবর পাওয়া গেছে। এই বিষয়ে প্রিণ্ট ও অনলাইন মিডিয়া বিস্তারিত তথ্য নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে প্রশাসনের দৃষ্ঠি আর্কষনের জন্য ওই সংগঠন কাজ করছে।

শেয়ার করুনঃ

Leave a Reply