২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:৪৩/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ১১:৪৩ অপরাহ্ণ

গাজীপুরে জয়দেবপুর কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

     

মুহাম্মদ আতিকুর রহমান

প্রতিযোগিতা ২০১৭, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার কিন্ডার গার্টেন মাঠে অনুষ্ঠিত হয়েছে।

সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন ওই কিন্ডার গার্টেন ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দীন (বুদ্দিন)।

বিকালে জয়দেবপুর কিন্ডার গার্টেন ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দীন (বুদ্দিন)-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি গাজীপুরের জেলা প্রশাসক এস.এম আলমের প্রতিনিধি গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়দেবপুর কিন্ডার গার্টেন ম্যানেজিং কমিটির সদস্য বিজয় কৃঞ্চ দাস, সদস্য প্রফেসর মোঃ মজিবুর রহমান সিকদার, সদস্য যোবেদা আখতার, গাজীপুর সিটি করপোরেশনের ২৮, ২৯, ৩০নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর এডভোকেট আয়েশা আক্তার।

শুভেচ্ছা বক্তব্য রাখেন জয়দেবপুর কিন্ডার গার্টেনের উপাধ্যক্ষ আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন শিকদার।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়দেবপুর কিন্ডার গার্টেন ম্যানেজিং কমিটির সদস্য বিদ্যোৎসাহী মনোয়ারা পারভীন, সদস্য ডাঃ অভিজিৎ দাস, সদস্য দিপু সাহা, সদস্য প্রতাপ কুমার গোপ, সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ লুৎফর রহমান, বিশিষ্ট ঠিকাদার এ.এ.এফ লুৎফুল হুদা, বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিনের সহধর্মিনী কাজী সাদিয়া আফরিন এবং স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ওই কিন্ডার গার্টেনের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।

দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠানে ৫৯ টি ইভেন্টে প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন। প্রতিযোগীতা শেষে প্রধান অতিথির প্রতিনিধি গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ক্রীড়া পরিচালনায় ছিলেন ওই কিন্ডার গার্টেনের সিনিয়র সহকারি শিক্ষক মোঃ জহিরুল ইসলাম ও সহকারি শিক্ষক ভবতোষ দাস, সহকারি শিক্ষক মোঃ গোলজার হোসেন। ক্রীড়া উপস্থাপনায় ছিলেন সহকারি শিক্ষক প্রণয় কুমার মন্ডল, সহকারি শিক্ষক সাবিনা ইয়াছমিন, সহকারি শিক্ষক খালেদা নওরিন ইসলাম লিপি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply