২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:৫১/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ২:৫১ অপরাহ্ণ

সুন্দরগঞ্জে কর্মসৃজন প্রকল্পের কাজের উদ্বোধন

     

মোঃ গোলজার রহমান
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মসৃজন প্রকল্প (৪০ দিনের) কাজের উদ্বোধন করা হয়েছে।আজ শনিবার উপজেলার ১৫টি ইউনিয়নের সর্বত্রই এ কাজের অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ বছর এ উপজেলায় ৫ হাজার ৬’শ ১৭ জন হত দরিদ্র এ প্রকল্পে কর্মসংস্থানের সুবিধা পাচ্ছে। প্রতিদিন প্রতি শ্রমিক ২’শ টাকা হারে মজুরি পাবে। আগামী ৪০ দিন ব্যাপী এ প্রকল্পের কাজ অব্যাহত থাকবে। ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নে দৃশ্যমান ৯টি প্রকল্প গ্রহন করা হয়েছে। ৫ নং দহবন্দ ইউনিয়নে এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সাজা, ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুলসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ। এ দিকে সর্বানন্দ ইউনিয়নে প্রকল্প কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান। এসময় উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আতোয়ার রহমান, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ মোঃ রেদওয়ানুর রহমান। এছাড়া ছাপড়হাটী ইউনিয়নে প্রকল্প কাজের উদ্বোধন করে ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য জহুরুল ইসলাম, উপেেজলা প্রেস ক্লাবের সভাপতি রাশিদুল আলম চাঁদ। রামজীবন ইউনিয়নে কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যন সহকারী অধ্যাপক আলহাজ্ব মিজানুর রহমান খন্দকার।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply