২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:৩৩/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৩:৩৩ অপরাহ্ণ

ঢিলেঢালাভাবে চলছে হরতাল, শাহবাগে বিক্ষোভ

     

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর ডাকা হরতাল ঢিলেঢালাভাবে চলছে রাজধানী জুরে। তবে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের খবর পাওয়া গেছে শাহবাগ মোড়ে। এ ঘটনায় বেশ কিছু সময় সেখানে গাড়ি চলাচল বন্ধ ছিল।
সকালে শাহবাগ মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে হরতাল সমর্থনকারীরা বিক্ষোভ মিছিল করে। সকাল ৮টার দিকে জাতীয় জাদুঘরের সামনে হরতাল সমর্থনে প্রগতিশীল ছাত্র জোট বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শাহবাগ মোড়ে প্রদক্ষিণ শেষে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে।
হরতালে রাজধানীর বিভিন্ন স্থানে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও শাহবাগ মোড়ে হরতাল সমর্থনকারীদের প্রতিবন্ধকতার মুখে পড়েছে যানবাহন। এ সময় হরতাল সমর্থনকারীরা কয়েকটি গাড়ি চলাচলে বাঁধা দেয়।
উল্লেখ্য, সিপিবি-বাসদ জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে মঙ্গলবার হরতালের ডাক দেয়। একইদিন গণতান্ত্রিক বাম মোর্চাও হরতাল ডাকে। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটিও পরদিন শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে নিজেদের কর্মসূচী থেকে হরতালের প্রতি সমর্থন ব্যক্ত করে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply