২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:১৬/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের লালদীঘি ময়দানে চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীর জানাযা ও চশমাহিলে দাফন

     

মহিউদ্দিন চৌধুরীর বর্নাঢ্য জীবনাবশান চিরদিনের জন্য ঘুমালেন আজ

আজ বাদ আছর চট্টগ্রামের লালদীঘি ময়দানে চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীর জানাযা সম্পন্ন হয়। বিপুল মানুষের উপস্হিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় আজ নামাজে জানাযায় আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরসহ বহু নেতারা হাজির হন। সমবেত নামাজীদের লক্ষ্য করে মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল বক্তব্য রাখেন।

এর আগে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। জানাজায় ইমামতি করেন নগরীর গরীবউল্লাহ শাহ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আনিসুজ্জামান। বাদ জুমা চট্টগ্রাম আওয়ামী লীগ কার্যালয়ের সামনে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ।

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বরিশাল-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা ও সাবেক এমপি জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.  ইফতেখার উদ্দিন চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সংসদ সদস্য ডা. আফসারুল আমীন, নজরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ ছালাম, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরীসহ আরো অনেকে জানাজায় অংশগ্রহণ করেন। জানাজায় লাখো মানুষের ভিড়ে লালদীঘি ময়দান ছাড়িয়ে আশপাশের বিভিন্ন এলাকাতেও ছড়িয়ে পড়ে।

এর আগে দুপুরে মহিউদ্দিন চৌধুরীর মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিময় স্থান নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাণের নেতা মহিউদ্দিনকে শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী ও চট্টগ্রামবাসী।  এরপর প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিনের মরদেহে গার্ড অব অনার দেওয়া হয়। পরে পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তার মরদেহে শ্রদ্ধা জানানো হয়।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নগরীর ম্যাক্স হাসপাতালে মারা যান।

 

শেয়ার করুনঃ

Leave a Reply