২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ১:১১/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১:১১ অপরাহ্ণ

আমতলীতে ডাকাতির ঘটনায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু

     

কে.এম.রিয়াজুল ইসলাম,বরগুনা:বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে ডাকাতির ঘটনায় গুরুতর আহত সাবেক ইউপি সদস্য মোঃ কাছেম হাওলাদার ঢাকাস্থ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা গেছেন। পরিবারের অভিযোগ, ডাকাতির ঘটনার পরপর মামলা করতে গেল পুলিশ মামলা নেয়নি। অপরদিকে, এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

জানা গেছে, উপজেলার কৃষ্ণনগর গ্রামের কাছেম হাওলাদারের বাড়ীতে গত ২৯ নভেম্বর গভীর রাতে ১৪/১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ঘরের জানালা ভেঙ্গে ভিতরে ঢুকে সবাইকে জিম্মি করে। এ সময় ডাকাত দল গৃহকর্তা কাছেম হাওলাদার, তার স্ত্রী তাসলিমা বেগম, শ্বাশুরী আলেয়া বেগম, কন্যা উর্মি আক্তার, ভাই হাসেম হাওলাদার ও তার ভাইয়ের স্ত্রী পারভীন বেগমকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে ডাকাতরা ঘরের আসবাবপত্র ভাংচুর করে ৩ভরি স্বর্নালংকার নিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত কাছেম হাওলাদারকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে সংকটাপন্ন অবস্থায় ওইদিনই ঢাকা প্রেরণ করেন। ঘটনার ১৫ দিন পরে ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় কোন মামলা বা পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

নিহতের ভাইয়ের ছেলে মনিরুল ইসলাম মনির হাওলাদার জানান, ডাকাতির ঘটনায় গুরুতর আহত কাছেম হাওলাদার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি আরো অভিযোগ করে বলেন, ডাকাতির ঘটনার পরপর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।
আমতলী থানার ওসি মোঃ শহিদ উল্যাহ বলেন, ডাকাতির ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই সময়ে কেউ মামলা করতে আসেনি। তিনি আরো বলেন, আহত কাছেম হাওলাদারের মৃত্যুর খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুনঃ

Leave a Reply